Ajker Patrika

আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক: চরমোনাই পির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক: চরমোনাই পির

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান। 

রেজাউল করীম বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেদিন কমল, সেদিন বাংলাদেশে অস্বাভাবিকভাবে বাড়ল। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ালেও বর্তমানে তেলের বাজার নিম্নমুখী। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান তিনি। 

রেজাউল করীম আরও বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসংকটে পড়বে। এতে উন্নয়নের চাকা স্থবির হয়ে সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠবে। এ মূল্যবৃদ্ধির কারণে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। ফলে নতুন করে সংকট সৃষ্টি হবে। শ্রমিক অসন্তোষ বাড়বে। 

চরমোনাই পির বলেন, একদিকে সারা দেশে বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। এখন আবার জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠবে। এর প্রভাব পড়বে সাধারণ ও খেটে খাওয়া মানুষের ওপর। পরিবহন ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাড়বে মুদ্রাস্ফীতি। 

এ অমানবিক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতেই হবে জানিয়ে তিনি বলেন, অন্যথায় সারা দেশে গণরোষ সৃষ্টি হয়ে গণ-আন্দোলনে রূপ নিতে বাধ্য। তাই সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন। 

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্যের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল রোববার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত