নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বছর না গড়াতে নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চে ভাঙনের সুর। এই জোট থেকে বেরিয়ে গেল গণ অধিকার পরিষদ। জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
চলমান যুগপৎ আন্দোলনকে বেগবান করতেই এই সিদ্ধান্ত এমনটা উল্লেখ করে আবু হানিফ বলেন, ‘আজ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণ অধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।’
আবু হানিফ আরও বলেন, ‘নানা বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণ আমাদের দলের নেতা-কর্মীরা অনেকটাই হতাশ।’
বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গত বছর গঠিত হয়েছিল গণতন্ত্র মঞ্চ নামে রাজনৈতিক জোট। দলগুলো হলো: জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আসলে বৃহৎ স্বার্থে কাজ করতে চাই ডান, বাম নির্বিশেষে। মূলত এই কারণেই বেড়িয়ে আসা। এ ছাড়া বেশ কিছু দিন থেকেই নানা বিষয়ে মতবিরোধ ছিল। তবে সরকার বিরোধী আন্দোলনের বৃহৎ স্বার্থেই মূলত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
গণতন্ত্র মঞ্চের অন্যতম শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি ও জোটের নেতা মাহমুদুর রহমান মান্না এ বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে আজকের পত্রিকাকে জানান। তিনি বলেন, ‘তারা জোট থেকে বেড়িয়ে যাওয়ার বিষয়টি জানি না। ওরা তো বাইরে বাইরেই ছিল শুরু থেকেই। এখন হুট করে ছেড়ে যাওয়ার বিষয়টি আমি জানি না। ওরা যখন আমাদের সঙ্গে ছিল তখনো জোরালোভাবে ছিল না। অনুষ্ঠানে আসত, বক্তৃতা করত চলে যেত।’
বছর না গড়াতে নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চে ভাঙনের সুর। এই জোট থেকে বেরিয়ে গেল গণ অধিকার পরিষদ। জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
চলমান যুগপৎ আন্দোলনকে বেগবান করতেই এই সিদ্ধান্ত এমনটা উল্লেখ করে আবু হানিফ বলেন, ‘আজ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণ অধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।’
আবু হানিফ আরও বলেন, ‘নানা বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণ আমাদের দলের নেতা-কর্মীরা অনেকটাই হতাশ।’
বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গত বছর গঠিত হয়েছিল গণতন্ত্র মঞ্চ নামে রাজনৈতিক জোট। দলগুলো হলো: জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আসলে বৃহৎ স্বার্থে কাজ করতে চাই ডান, বাম নির্বিশেষে। মূলত এই কারণেই বেড়িয়ে আসা। এ ছাড়া বেশ কিছু দিন থেকেই নানা বিষয়ে মতবিরোধ ছিল। তবে সরকার বিরোধী আন্দোলনের বৃহৎ স্বার্থেই মূলত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
গণতন্ত্র মঞ্চের অন্যতম শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি ও জোটের নেতা মাহমুদুর রহমান মান্না এ বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে আজকের পত্রিকাকে জানান। তিনি বলেন, ‘তারা জোট থেকে বেড়িয়ে যাওয়ার বিষয়টি জানি না। ওরা তো বাইরে বাইরেই ছিল শুরু থেকেই। এখন হুট করে ছেড়ে যাওয়ার বিষয়টি আমি জানি না। ওরা যখন আমাদের সঙ্গে ছিল তখনো জোরালোভাবে ছিল না। অনুষ্ঠানে আসত, বক্তৃতা করত চলে যেত।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৩ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৫ ঘণ্টা আগে