Ajker Patrika

কেউ প্রতিহিংসাপরায়ণ হবেন না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেউ প্রতিহিংসাপরায়ণ হবেন না: তারেক রহমান

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাকে ‘গৌরবজনক ঐতিহাসিক মুহুর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য ছাত্র-জনতাকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতা বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে।’ 

আজ সোমবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এই বার্তায় পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের অনুরোধও জানান তিনি। 

তারেক রহমান বলেন, ‘বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। বিজয়ের এই ঐতিহাসিক মুহুর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ 

ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আবারও প্রমানিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনও পরাজিত করতে পারে না, পারবে না। বিজয়ের এই ঐতিহাসিক মুহুর্তে এই গণবিপ্লবে যারা শহীদ হয়েছে তাঁদের মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’ 

তিনি বলেন, ‘সবার ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আরেক বিজয় দেখেছে। খুনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র, তাঁদের ভোটের অধিকারের পথ সুগম করেছে। এর মধ্য দিয়ে বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত