নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এই সমাবেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইশতেহারও ঘোষণা করবে দলটি। বিকেল ৪টায় শুরু হবে সমাবেশ। চলছে দলটির শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ রোববার দুপুর ১২টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। বিছানো হচ্ছে লাল কার্পেট। দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান নেবেন। প্রস্তুত করা হয়েছে বক্তব্যের ডায়াস। বেদির দুপাশেই লাগানো হয়েছে ডিজিটাল মনিটর। শহীদ মিনারের লাল ও সাদা রঙে মিল রেখে সাজানো হচ্ছে পুরো এলাকা। এই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মূল বেদির সামনের বেদিতে বসবেন বিভিন্ন স্তরের নেতারা। দুই পাশে লাগানো হয়েছে বড় কয়েকটি ফেস্টুন। সেখানে আবু সাঈদ, ওয়াসিম, রিকশায় তোলা মরদেহ, স্যালুট দেওয়া রিকশাচালক ও মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তার ছবি টাঙানো আছে, আঁকা রয়েছে আন্দোলনের সময়কার কিছু স্লোগান। সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। সমাবেশ সফল করতে দলটির স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।
বরগুনা জেলা থেকে আসা দলটির কর্মী মো. মেহেদী হাসান মাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দল থেকে ইশতেহার ঘোষণা করা হবে। সেই লক্ষে কেন্দ্রীয় নেতারা আজ দিকনির্দেশনা দেবেন। আমরা সেগুলো ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করব।’
সমাবেশকে কেন্দ্র করে শনিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একই সঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।’
নাহিদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।’ তিনি বলেন, ‘সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এই সমাবেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইশতেহারও ঘোষণা করবে দলটি। বিকেল ৪টায় শুরু হবে সমাবেশ। চলছে দলটির শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ রোববার দুপুর ১২টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। বিছানো হচ্ছে লাল কার্পেট। দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান নেবেন। প্রস্তুত করা হয়েছে বক্তব্যের ডায়াস। বেদির দুপাশেই লাগানো হয়েছে ডিজিটাল মনিটর। শহীদ মিনারের লাল ও সাদা রঙে মিল রেখে সাজানো হচ্ছে পুরো এলাকা। এই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মূল বেদির সামনের বেদিতে বসবেন বিভিন্ন স্তরের নেতারা। দুই পাশে লাগানো হয়েছে বড় কয়েকটি ফেস্টুন। সেখানে আবু সাঈদ, ওয়াসিম, রিকশায় তোলা মরদেহ, স্যালুট দেওয়া রিকশাচালক ও মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তার ছবি টাঙানো আছে, আঁকা রয়েছে আন্দোলনের সময়কার কিছু স্লোগান। সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। সমাবেশ সফল করতে দলটির স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।
বরগুনা জেলা থেকে আসা দলটির কর্মী মো. মেহেদী হাসান মাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দল থেকে ইশতেহার ঘোষণা করা হবে। সেই লক্ষে কেন্দ্রীয় নেতারা আজ দিকনির্দেশনা দেবেন। আমরা সেগুলো ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করব।’
সমাবেশকে কেন্দ্র করে শনিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একই সঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।’
নাহিদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।’ তিনি বলেন, ‘সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।’
ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
৮ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন
৯ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
১৯ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে