Ajker Patrika

করোনায় মস‌জিদ–মাদ্রাসা বন্ধ করলে কঠোর আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৮: ৪৮
করোনায় মস‌জিদ–মাদ্রাসা বন্ধ করলে কঠোর আন্দোলনের হুমকি

ক‌রোনায় মস‌জিদ, মাদ্রাসা এবং ওয়াজ বন্ধ কর‌লে হেফাজ‌তে ইসলা‌ম প্রতি‌রোধ গ‌ড়ে তুল‌বে। বদ‌রের যুদ্ধ রমজান মা‌সে হ‌য়ে‌ছে। আর কো‌নো হেফাজত কর্মী গ্রেফতার হ‌লে, বাধাঁ দি‌লে ও প্রতি‌রোধ কর‌লে আমরাও রমজান মা‌সে সরকার পত‌নের আন্দোলনে নাম‌বো ব‌লে হুম‌কি দি‌য়ে‌ছেন হেফাজত ইসলা‌মের নেতারা।

শুক্রবার জুমার নামা‌জের পর বায়তুল মোকারর‌মের উত্তর গে‌টে বি‌ক্ষোভ সমা‌বে‌শে তারা এসব কথা ব‌লেন। বায়তুল মোকারর‌মের ভেত‌রে বি‌ক্ষোভ কর‌লেও হেফাজত কর্মীরা রাস্তায় না‌মে‌নি।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন, গত তিন দি‌নের মতো শুক্রবারও বিক্ষোভ ও মি‌ছি‌লের সিদ্ধান্ত ছি‌লো। কিন্ত জনগণের দুর্ভোগের জন্য আমরা রাস্তায় না‌মি‌নি। আমাদের কারো চোখের গরম ও ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না। টেকনাফ থেকে তেতুলিয়া মানে হেফাজত। বাংলাদেশ মানে হেফাজত। ২০ টি মায়ের বুক খালি হলো। আইজিপি আপনাকে তো শোক প্রকাশ করতে দেখলাম না। তারা তো মানুষ না হেফাজত। পুলিশি হেফাজতে থাকার পরেও থানার গারদে ঢুকে হেফাজত কর্মীদের ওপর হামলা হচ্ছে। হেলমেটলীগের হামলাকারীদের বিচার চাই। যারা বিনা উস্কানিতে তাওহিদী জনতাকে যারা হামলা করেছিল তাদের গ্রেপ্তার করা হয়নি।

মাদ্রাসা থেকে পু‌লি‌শি অভিযা‌ন চালিয়ে ছু‌রি উদ্ধারের ব‌্যাপ‌া‌রে তি‌নি ব‌লেন, ছুরি কি কাজে ব্যবহার হয় জানেন না। এ নাটক পুরোনো হয়েছে। কোরবানী ঈদে হয়তো সে ছুরিগুলো আর সেবা দিবে না। আমরাও তা আর রাখবো না। হেফাজত কারো তল্পিবাহক নয়। আজ বিএনপি কাল জামাত। হেফাজত একাই যথেষ্ট।

‌কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা জসিমুদ্দিন বলেন, মোদীর আগমন উপলক্ষে ১৭ লাশ পরেছে। হেলমেট বাহিনী রক্ত ঝরিয়েছে। প্রধানমন্ত্রী‌কে এর দায় নিতে হবে। এরশাদ ও খালেদা যেমন জেলে গেছে আপনিও প্রস্তুত হন।

মাওলানা আহমেদ আলী কাসেমী বলেন, গত শুক্রবারে কারা বায়তুলমোকরামকে রক্তাক্ত করেছে জানতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে লাশ উপহার দিয়ে। যারা মারা গেছে তারা পুলিশের গুলিতে মারা গেছে। হেলমেট বাহিনী মে‌রেছে।

ব্রাহ্মনবা‌ড়িয়ার কো‌নো মানুষ রা‌তে ঘুমা‌তে পা‌রে না উল্লেখ করে ঢাকা মহানগরীর সভাপ‌তি মাও. জুনা‌য়েদ আল হা‌বিব ব‌লেন, যা‌দের স্বজন নিহত হ‌য়ে‌ছে তাদেরও বা‌ড়ি থে‌কে ধ‌রে নেওয়া হ‌চ্ছে। ক‌রোনা আতঙ্ক ছড়ি‌য়ে মস‌জিদ ও মাদ্রাসা ব‌ন্ধের পায়তারা হ‌চ্ছে ব‌লেও তি‌নি দা‌বি ক‌রেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত