কুমিল্লা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সাথে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন; যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি, বাংলাদেশ আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।’
কুমিল্লা টাউন হল মাঠে গতকাল মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থাসহ প্রতিটি রাষ্ট্রকাঠামোকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়ে গেছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই এখন দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়, তাহলে দেশের স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন।’
তারেক রহমান বলেন, ‘আমরা দেখছি কিছু ব্যক্তি বা সংগঠন কথায় কথায় বলে ওঠে, বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই আমরা ভোট এবং নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার।’
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এ সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে থাকে, এই অন্তর্বর্তী সরকার এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবে। এ দেশের মানুষের কাছে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবে।’
মহানগর বিএনপি সূত্র বলেছে, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে ২ হাজার ৭২৭ জন কাউন্সিলর, ৪ হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক হয়েছেন ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন রাজিউর রহমান রাজিব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সাথে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন; যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি, বাংলাদেশ আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।’
কুমিল্লা টাউন হল মাঠে গতকাল মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থাসহ প্রতিটি রাষ্ট্রকাঠামোকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়ে গেছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই এখন দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়, তাহলে দেশের স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন।’
তারেক রহমান বলেন, ‘আমরা দেখছি কিছু ব্যক্তি বা সংগঠন কথায় কথায় বলে ওঠে, বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই আমরা ভোট এবং নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার।’
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এ সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে থাকে, এই অন্তর্বর্তী সরকার এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবে। এ দেশের মানুষের কাছে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবে।’
মহানগর বিএনপি সূত্র বলেছে, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে ২ হাজার ৭২৭ জন কাউন্সিলর, ৪ হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক হয়েছেন ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন রাজিউর রহমান রাজিব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যথাসময়ে, ঠিক সময়ে, ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন, দেশের ভেতরে-বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন, চলাফেরা করছেন, ইঙ্গিত দিচ্ছেন—সেটা গণতন্ত্রের জন্য অশুভ।’
৩ ঘণ্টা আগেজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৯ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
২০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
২১ ঘণ্টা আগে