নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় পরিবর্তন-পরিমার্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরিবর্তন করতে পারব না। সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা কোনো বিষয় পরিবর্তন করব, নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব।’
তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দল যার কাছে মানুষ প্রত্যাশা করে যে, এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক এই কর্মশালায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন। তাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তোমরা যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের কাছে যাচ্ছো দলের প্রতিনিধি হিসেবে। যাদের কাছে যাচ্ছো তারা ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে। তাদের কথা শুনবে। তাদের মতামত গ্রহণ করবে। তাদের মধ্য থেকে ভবিষ্যৎ সম্ভাবনাময়ী মানুষ বেরিয়ে আসবে। ভবিষ্যতের সেই মানুষগুলোর কাছে আমাদের যে লক্ষ্য, দেশ ও দেশের মানুষের জন্য আমরা যে কাজগুলো করব, তাদের কাছে তুলে ধরবে। আমরা তোমাদের কাঁধে দিয়েছি।’
ছাত্রদলের কাঁধে বিএনপি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তোমরা আত্মবিশ্বাস নিয়ে যাবে। মানুষের কাছে তুলে ধরবে। আমি এবং আমার দলের কোনো নেতৃবৃন্দ মাঠে থাকব না। মাঠে থাকবে তোমরা। তাই তোমরা কীভাবে দলকে উপস্থাপন করছো, কীভাবে মানুষের কাছে তুলে ধরবে তার বাস্তবতা আমাদের কাছে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগের প্রেক্ষাপট ছিল এক রকম। এখন প্রেক্ষাপট হচ্ছে অন্য রকম। আমরা করব, আমরা বলব। আমরা কীভাবে কী কী করব। কীভাবে কী কী করব সেটি আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা লড়েছি, আমরা গড়ব।’
দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। প্রশিক্ষণ বিষয়ক এই কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে উপস্থাপন করেন।
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় পরিবর্তন-পরিমার্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরিবর্তন করতে পারব না। সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা কোনো বিষয় পরিবর্তন করব, নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব।’
তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দল যার কাছে মানুষ প্রত্যাশা করে যে, এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক এই কর্মশালায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন। তাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তোমরা যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের কাছে যাচ্ছো দলের প্রতিনিধি হিসেবে। যাদের কাছে যাচ্ছো তারা ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে। তাদের কথা শুনবে। তাদের মতামত গ্রহণ করবে। তাদের মধ্য থেকে ভবিষ্যৎ সম্ভাবনাময়ী মানুষ বেরিয়ে আসবে। ভবিষ্যতের সেই মানুষগুলোর কাছে আমাদের যে লক্ষ্য, দেশ ও দেশের মানুষের জন্য আমরা যে কাজগুলো করব, তাদের কাছে তুলে ধরবে। আমরা তোমাদের কাঁধে দিয়েছি।’
ছাত্রদলের কাঁধে বিএনপি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তোমরা আত্মবিশ্বাস নিয়ে যাবে। মানুষের কাছে তুলে ধরবে। আমি এবং আমার দলের কোনো নেতৃবৃন্দ মাঠে থাকব না। মাঠে থাকবে তোমরা। তাই তোমরা কীভাবে দলকে উপস্থাপন করছো, কীভাবে মানুষের কাছে তুলে ধরবে তার বাস্তবতা আমাদের কাছে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগের প্রেক্ষাপট ছিল এক রকম। এখন প্রেক্ষাপট হচ্ছে অন্য রকম। আমরা করব, আমরা বলব। আমরা কীভাবে কী কী করব। কীভাবে কী কী করব সেটি আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা লড়েছি, আমরা গড়ব।’
দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। প্রশিক্ষণ বিষয়ক এই কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে উপস্থাপন করেন।
রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকা থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
৭ মিনিট আগেসম্প্রতি ভারতের কলকাতা-ভিত্তিক বাংলা পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি মিথ্যা ও মনগড়া বলে জানিয়েছে বিএনপি। আজ বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
২ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্য রাতে গুলশানের শাহজাদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
৬ ঘণ্টা আগে