নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান আন্দোলনকে নস্যাৎ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ফখরুল বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আমরা আশঙ্কা করছি তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রতিহিংসার কারণে ফরমায়েশি রায়ের মাধ্যমে এই সাজার ব্যবস্থা করা হয়েছে।’
রাজনৈতিক প্রতিহিংসা হলে জুবাইদার বিরুদ্ধে কেন?—এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এরা (সরকার) তাঁর (তারেক রহমান) ছায়া দেখলেও ভয় পায়। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ, তাঁকে কী করে দূরে রাখা যায় রাজনীতির সম্ভাবনা থেকে, সে জন্য এটা করা হয়েছে।’
তবে কি জুবাইদার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে—এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সে সম্ভাবনা একেবারেই নেই।
শুধু তারেক রহমান নয়, আন্দোলনের সঙ্গে থাকা বিএনপিসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, নেতাদের তালিকা করা হয়েছে, তাঁদের নামে পুরোনো মামলা যেগুলো হয়েছে, দ্রুততার সঙ্গে সেগুলো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে—আগামী নির্বাচনের আগে, বিএনপির নেতারা যাঁরা নির্বাচন করতে পারেন, তাঁরা যাতে অংশগ্রহণ করতে না পারেন এবং একই সঙ্গে মূল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা। তবে এসব করে কোনো লাভ হবে না।
চলমান আন্দোলনকে নস্যাৎ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ফখরুল বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আমরা আশঙ্কা করছি তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রতিহিংসার কারণে ফরমায়েশি রায়ের মাধ্যমে এই সাজার ব্যবস্থা করা হয়েছে।’
রাজনৈতিক প্রতিহিংসা হলে জুবাইদার বিরুদ্ধে কেন?—এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এরা (সরকার) তাঁর (তারেক রহমান) ছায়া দেখলেও ভয় পায়। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ, তাঁকে কী করে দূরে রাখা যায় রাজনীতির সম্ভাবনা থেকে, সে জন্য এটা করা হয়েছে।’
তবে কি জুবাইদার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে—এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সে সম্ভাবনা একেবারেই নেই।
শুধু তারেক রহমান নয়, আন্দোলনের সঙ্গে থাকা বিএনপিসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, নেতাদের তালিকা করা হয়েছে, তাঁদের নামে পুরোনো মামলা যেগুলো হয়েছে, দ্রুততার সঙ্গে সেগুলো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে—আগামী নির্বাচনের আগে, বিএনপির নেতারা যাঁরা নির্বাচন করতে পারেন, তাঁরা যাতে অংশগ্রহণ করতে না পারেন এবং একই সঙ্গে মূল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা। তবে এসব করে কোনো লাভ হবে না।
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগিরই মতামত জানানো হবে।
৪১ মিনিট আগেবর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম, এ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না—কেউ বলে না, “এই খবরটা প্রচার করতে পারবে না’ কিংবা “ওই খবরটা বারবার প্রচার করতে হবে।
১ ঘণ্টা আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট হবে।
১২ ঘণ্টা আগেঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
১৬ ঘণ্টা আগে