নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্রব্যমূল্যের কারসাজির পেছনের সিন্ডিকেট ভাঙা হবে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হওয়ারা সরকারের বিরোধিতা করতে গিয়ে এই সিন্ডিকেট করছে কি না, তা খতিয়ে দেখা হবে।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘সরকার এখানে অ্যাকশনে আছে কি না? কাজ করে যাচ্ছে, ফল একসময় আসবে। কাজে তো আন্তরিকতা, চেষ্টার কোনো রকম কমতি নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের যে অবস্থা, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই। বিশ্বের সবকিছু আগের মতো সস্তা-সুলভ এটা মনে করার কারণ নেই। সারা বিশ্বেই বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়বে। সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ। এখন বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব থেকে মুক্ত থাকার কোনো কারণ নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার পরিবর্তন চাইলে সে জন্য আরেকটা নির্বাচনের অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের ব্যবস্থা খোলা নেই। গণতন্ত্রে এটাই নিয়ম।’
বিএনপির নেতা-কর্মীরা আরাম-আয়েশে ছুটি কাটাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা যে কর্মিবাহিনী মাঠে নামিয়েছিল—ক্ষমতা খুব সন্নিকটে—এমন আশা দিয়ে, সেই সব কর্মী এখন হতাশ। বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে নেই, আন্দোলনে নেই। শেখ হাসিনা সরকারের ওপর খুশি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থাশীল। তাঁর সততা ও নেতৃত্ব এ দেশের মানুষ মেনে নিয়েছে। ’৭৫-এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।’
সিন্ডিকেট ভাঙা হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এর সঙ্গে কারা কারা জড়িত তা ক্ষতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, এই সিন্ডিকেট সরকার বিরোধিতা থেকে হচ্ছে কি না, ক্ষতিয়ে দেখতে হবে। পরিবহন চাঁদাবাজি বন্ধের জন্য চেষ্টা চলছে। প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে, যেন নিয়ন্ত্রণে আনা যায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্রব্যমূল্যের কারসাজির পেছনের সিন্ডিকেট ভাঙা হবে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হওয়ারা সরকারের বিরোধিতা করতে গিয়ে এই সিন্ডিকেট করছে কি না, তা খতিয়ে দেখা হবে।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘সরকার এখানে অ্যাকশনে আছে কি না? কাজ করে যাচ্ছে, ফল একসময় আসবে। কাজে তো আন্তরিকতা, চেষ্টার কোনো রকম কমতি নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের যে অবস্থা, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই। বিশ্বের সবকিছু আগের মতো সস্তা-সুলভ এটা মনে করার কারণ নেই। সারা বিশ্বেই বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়বে। সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ। এখন বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব থেকে মুক্ত থাকার কোনো কারণ নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার পরিবর্তন চাইলে সে জন্য আরেকটা নির্বাচনের অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের ব্যবস্থা খোলা নেই। গণতন্ত্রে এটাই নিয়ম।’
বিএনপির নেতা-কর্মীরা আরাম-আয়েশে ছুটি কাটাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা যে কর্মিবাহিনী মাঠে নামিয়েছিল—ক্ষমতা খুব সন্নিকটে—এমন আশা দিয়ে, সেই সব কর্মী এখন হতাশ। বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে নেই, আন্দোলনে নেই। শেখ হাসিনা সরকারের ওপর খুশি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থাশীল। তাঁর সততা ও নেতৃত্ব এ দেশের মানুষ মেনে নিয়েছে। ’৭৫-এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।’
সিন্ডিকেট ভাঙা হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এর সঙ্গে কারা কারা জড়িত তা ক্ষতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, এই সিন্ডিকেট সরকার বিরোধিতা থেকে হচ্ছে কি না, ক্ষতিয়ে দেখতে হবে। পরিবহন চাঁদাবাজি বন্ধের জন্য চেষ্টা চলছে। প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে, যেন নিয়ন্ত্রণে আনা যায়।’
দুপুরে চাকরি এবং সন্ধ্যায় দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে।’ গতকাল রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগেদলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগেমূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের মাঝে এসে তিনি বলেন...
১২ ঘণ্টা আগেজামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে