Ajker Patrika

অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন পুতিন: গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন পুতিন: গণঅধিকার পরিষদ

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। এই হামলা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে রাশিয়ার জনগণকেও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুনিয়াকে এক শ’ বছর পেছনে ঠেলে দিয়ে, ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রসমূহের নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন। যা কোন সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। 

বিবৃতিতে বলা হয়, ‘সামরিক আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। সেখানে মানবজীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। বিশ্ববাসীর চোখের সামনে রুশ প্রেসিডেন্ট নির্লজ্জভাবে একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত্র ও পদানত করছেন। এই যুগে এমন বর্বরতা ঘটতে পারে বলে কেউ ইতিপূর্বে ভাবতেও পারেনি।’ এই অবস্থায় রাশিয়ার জনগণকে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে থেকে আগ্রাসী ও কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোরও আহ্বান জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মানবতা বিরোধী এই অপরাধের তীব্র নিন্দা এবং রাশিয়ার কাছে এই দখলদারির অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মুক্ত বিশ্ব কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত