নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে দলটি।
গ্যাস, বিদ্যুৎ, পানি ছাড়াও এ সময় দলের নেতারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান। এ ছাড়া আগামী ২৮ তারিখের হরতালে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।
অবস্থান কর্মসূচিতে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন নাকাল, লাখ লাখ মানুষ যখন টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, তখন সরকার একদিকে পানির দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।’
গণশুনানি প্রসঙ্গে সাকি বলেন, ‘প্রতিবার গণশুনানি হয় ৷ আমরা বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরি। যুক্তিতর্কে দেখা যায়, দাম বাড়ানোর চেয়ে দাম কমানোর অনেক সুযোগ আছে। কিন্তু সেগুলো না মেনে এনার্জি কমিশন সরকারের হুকুম পালন করে ৷ তাহলে গণশুনানির আয়োজন কেন? কারণ সরকার এতে দেখায় যে, তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করে দাম বাড়াচ্ছে।’
বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জোনায়েদ সাকি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেটকে নাকি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে আপনি ক্ষমতায় বসে আছেন কেন? পদত্যাগ করেন। পদত্যাগ করে আপনার এই কথা বলা উচিত ছিল। দায়িত্বে থেকে এই কথা বলার অর্থ হলো—আপনি সিন্ডিকেটের পয়সা খেয়ে সিন্ডিকেটকে রক্ষা করা চেষ্টা করছেন।’
সরকারের ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে সাকি বলেন, ‘দ্রব্যমূল্যের এমন লাগামহীন মূল্যবৃদ্ধির সময় আপনার গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জনগণ মানে না। দাম বাড়ানোর জন্য যে গণশুনানির আয়োজন করছেন, তা বন্ধ করতে হবে।’
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন, ‘সরকার লুটপাটে মত্ত। আগামী ২৮ মার্চ হরতাল চলবে। আন্দোলন ছাড়া এই অবস্থা থেকে রক্ষার আর কোনো উপায় নেই। এই সিন্ডিকেট, মূল্যবৃদ্ধির বিপক্ষে সবাইকে এই হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।’
অবস্থান কর্মসূচি শেষে কারওয়ান বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন দলের নেতা-কর্মীরা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আক্তার, মনিরুদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ প্রমুখ।
গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে দলটি।
গ্যাস, বিদ্যুৎ, পানি ছাড়াও এ সময় দলের নেতারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান। এ ছাড়া আগামী ২৮ তারিখের হরতালে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।
অবস্থান কর্মসূচিতে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন নাকাল, লাখ লাখ মানুষ যখন টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, তখন সরকার একদিকে পানির দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।’
গণশুনানি প্রসঙ্গে সাকি বলেন, ‘প্রতিবার গণশুনানি হয় ৷ আমরা বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরি। যুক্তিতর্কে দেখা যায়, দাম বাড়ানোর চেয়ে দাম কমানোর অনেক সুযোগ আছে। কিন্তু সেগুলো না মেনে এনার্জি কমিশন সরকারের হুকুম পালন করে ৷ তাহলে গণশুনানির আয়োজন কেন? কারণ সরকার এতে দেখায় যে, তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করে দাম বাড়াচ্ছে।’
বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জোনায়েদ সাকি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেটকে নাকি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে আপনি ক্ষমতায় বসে আছেন কেন? পদত্যাগ করেন। পদত্যাগ করে আপনার এই কথা বলা উচিত ছিল। দায়িত্বে থেকে এই কথা বলার অর্থ হলো—আপনি সিন্ডিকেটের পয়সা খেয়ে সিন্ডিকেটকে রক্ষা করা চেষ্টা করছেন।’
সরকারের ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে সাকি বলেন, ‘দ্রব্যমূল্যের এমন লাগামহীন মূল্যবৃদ্ধির সময় আপনার গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জনগণ মানে না। দাম বাড়ানোর জন্য যে গণশুনানির আয়োজন করছেন, তা বন্ধ করতে হবে।’
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন, ‘সরকার লুটপাটে মত্ত। আগামী ২৮ মার্চ হরতাল চলবে। আন্দোলন ছাড়া এই অবস্থা থেকে রক্ষার আর কোনো উপায় নেই। এই সিন্ডিকেট, মূল্যবৃদ্ধির বিপক্ষে সবাইকে এই হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।’
অবস্থান কর্মসূচি শেষে কারওয়ান বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন দলের নেতা-কর্মীরা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আক্তার, মনিরুদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ প্রমুখ।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
২ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৬ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে