Ajker Patrika

৬ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২০: ০৮
৬ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি 

বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৬ জেলা ও দুই মহানগরে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়। 
 
বিবৃতিতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আজ শুক্রবার রংপুর জেলা ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি এবং ফরিদপুর মহানগর, ফরিদপুর জেলা, নওগাঁ জেলা, বরগুনা জেলা, পিরোজপুর জেলা ও পাবনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। 
 
রংপুর জেলা বিএনপির ৩৬ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে। আনিসুর রহমান লাকু ওই কমিটির সদস্যসচিব। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে ৪২ সদস্যের। কমিটির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব মাহফুজ-উন-নবী-ডন। 
 
ফরিদপুর মহানগর বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন এ এফ এম কাইয়ুম জঙ্গী। ১৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যসচিব করা হয়েছে গোলাম মোস্তফা মিরাজকে। ১৯ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিব হলেন সৈয়দ মোদাররেস আলী ইছা এবং এ কে এম কিবরিয়া স্বপন। 
 
আবু বকর সিদ্দিক নান্নুকে আহ্বায়ক এবং বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সদস্যসচিব করে ৬ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

৫ সদস্যবিশিষ্ট বরগুনা জেলা বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন মাহবুব আলম ফারুক মোল্লা এবং সদস্যসচিব হয়েছেন তারিকুজ্জামান টিটু। 

আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং গাজী ওহিদুজ্জামান লাভলুকে সদস্যসচিব করে ৩ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকারকে সদস্যসচিব করে ৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত