নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন গণফোরাম (মন্টু) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে জোট হবে। কিন্তু বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকব।’
মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘নির্বাচনকালীন সরকার, সেটা যে নামেই হোক, গঠন করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। এই দাবির সঙ্গে দেশের জনগণ আছে।’
সভায় লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না গণফোরাম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজপথের আন্দোলনে শরিক থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের সমালোচনা করেন দলটির নির্বাহী সভাপতি আবু সাইয়িদ। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। কাজেই ইভিএম পদ্ধতি নিয়ে কথা না বলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, অথবা পদত্যাগ নিয়ে ভাবুন। দেশের জনগণ আপনাদের বিশ্বাস করে না। তাই আপনাদের নিয়ন্ত্রণে কোনো নির্বাচনে দেশের জনগণের অংশগ্রহণের প্রশ্নই আসে না।’
সভায় অন্যদের মধ্যে দলের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আনসার খান, ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন গণফোরাম (মন্টু) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে জোট হবে। কিন্তু বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকব।’
মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘নির্বাচনকালীন সরকার, সেটা যে নামেই হোক, গঠন করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। এই দাবির সঙ্গে দেশের জনগণ আছে।’
সভায় লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না গণফোরাম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজপথের আন্দোলনে শরিক থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের সমালোচনা করেন দলটির নির্বাহী সভাপতি আবু সাইয়িদ। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। কাজেই ইভিএম পদ্ধতি নিয়ে কথা না বলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, অথবা পদত্যাগ নিয়ে ভাবুন। দেশের জনগণ আপনাদের বিশ্বাস করে না। তাই আপনাদের নিয়ন্ত্রণে কোনো নির্বাচনে দেশের জনগণের অংশগ্রহণের প্রশ্নই আসে না।’
সভায় অন্যদের মধ্যে দলের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আনসার খান, ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৩ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৬ ঘণ্টা আগে