Ajker Patrika

আইসিইউতে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিইউতে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন

করোনায় আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন। 

তিনি জানান, খন্দকার মাহবুব হোসেন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

খন্দকার মাহবুব হোসেন বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট তাঁকে এ হাসপাতালে ভর্তি করানো হয়। 

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী। 

চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত