Ajker Patrika

বিএনপির এমপিরা মাকাল ফল: হুইপ আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২২, ২২: ০৮
বিএনপির এমপিরা মাকাল ফল: হুইপ আতিক

বিএনপিদলীয় সংসদ সদস্যদের মাকাল ফলের সঙ্গে তুলনা করেছেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। জাতীয় সংসদে তিনি বলেছেন, ‘আমাদের দেশ, আমাদের গ্রাম এলাকায় মাকাল ফল নিয়ে নানা রকম প্রবাদ আছে। মাকাল ফল বাইরে টুকটুকে সুন্দর ভেতরে বিড়ালের বিষ্ঠা। বর্তমান সংসদে মাকাল ফলের মতো বিএনপির ২-১ জন নেত্রী আছে। যাঁদের বাইরে সুন্দর, ভেতরে নিষ্ফল। ফলের কোনো গন্ধ নাই।’ 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আতিউর রহমান আতিক এসব কথা বলেন। 

আতিউর রহমান আতিক বলেন, ‘বিএনপির অর্বাচীন এই সমালোচকেরা না জেনে, না বুঝে ভারতের ভূপেন হাজারিকা সেতুর সাথে পদ্মা সেতুর তুলনা করে। বিএনপির দুঃশাসনের সময় যাঁরা লন্ডন ছিলেন তাঁরাই তাঁদের গডফাদারের আশীর্বাদপুষ্ট হয়ে জ্ঞানশূন্য অবস্থায় এখন আবোল-তাবোল কথা বলছেন সংসদে। তাঁরা কোথায় কোন গোল্ডেন টয়লেটের সঙ্গে বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর সাথে তুলনা করে প্রকৃতপক্ষে তাঁদের মুখই হচ্ছে টয়লেট সমতুল্য।’ 

বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার দিকে ইঙ্গিত করে হুইপ বলেন, ‘যাঁর বাবা বঙ্গবন্ধুর খুনি মোশতাকের দল ডেমোক্রেটিক লীগের সেক্রেটারি ছিলেন। পনেরোই আগস্টকে যিনি নাজাত দিবস হিসেবে ঘোষণা করেছিলেন, তাঁদের সন্তানের মুখে জাতি কী প্রত্যাশা করবে? প্রবাদ আছে কুকুর নদীর পানি খেলে নদীর পানি নষ্ট হয় না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত