নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর, মৌলবাদ ও সামরিক স্বৈরশাসকের ক্ষমতায়নের পথ রুদ্ধ করাসহ নানা প্রতিশ্রুতির ঐতিহাসিক ‘তিন জোটের রূপরেখা’ আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি সংলগ্ন মিলন চত্বরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তিন জোটের রূপরেখা ও আচরণবিধি আজও প্রাসঙ্গিক। আজ অনেককে রাজনৈতিক ঐক্য, সমঝোতার কথা বলতে শোনা যায়। কিন্তু ৯০ ’র গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট তিন জোটের রূপরেখা ও আচরণবিধি অনুসরণ করেনি। আগে তিন জোটের রূপরেখা ও আচরণবিধি মানুন। তারপর ঐক্য সমঝোতার কথা বলুন।’
স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর বিএনপি-আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেও শহীদ মিলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার করেনি জানিয়ে তিনি বলেন, ‘বরং ওই পতিত স্বৈরাচার আর তার দোসরদের নিয়ে নীতিহীন রাজনীতি করে এরা নতুন নতুন কায়দায় স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এদের ভিত্তিকে পাকাপোক্ত করেছে। স্বৈরাচারের রাজনৈতিক, অর্থনৈতিক ভিত্তি উচ্ছেদ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, ডা. শাকিল আক্তার, মানবেন্দ্র দেব, নুরুল ইসলাম গাজীসহ প্রমুখ।
নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর, মৌলবাদ ও সামরিক স্বৈরশাসকের ক্ষমতায়নের পথ রুদ্ধ করাসহ নানা প্রতিশ্রুতির ঐতিহাসিক ‘তিন জোটের রূপরেখা’ আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি সংলগ্ন মিলন চত্বরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তিন জোটের রূপরেখা ও আচরণবিধি আজও প্রাসঙ্গিক। আজ অনেককে রাজনৈতিক ঐক্য, সমঝোতার কথা বলতে শোনা যায়। কিন্তু ৯০ ’র গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট তিন জোটের রূপরেখা ও আচরণবিধি অনুসরণ করেনি। আগে তিন জোটের রূপরেখা ও আচরণবিধি মানুন। তারপর ঐক্য সমঝোতার কথা বলুন।’
স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর বিএনপি-আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেও শহীদ মিলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার করেনি জানিয়ে তিনি বলেন, ‘বরং ওই পতিত স্বৈরাচার আর তার দোসরদের নিয়ে নীতিহীন রাজনীতি করে এরা নতুন নতুন কায়দায় স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এদের ভিত্তিকে পাকাপোক্ত করেছে। স্বৈরাচারের রাজনৈতিক, অর্থনৈতিক ভিত্তি উচ্ছেদ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, ডা. শাকিল আক্তার, মানবেন্দ্র দেব, নুরুল ইসলাম গাজীসহ প্রমুখ।
সংস্কার কতটুকু হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সংস্কারকে অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। সে জায়গায় আমরা মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত কমিশনে জমা দিয়েছি। বাংলাদেশ রাষ্ট্রটিকে ফ্যাসিবাদী...
১২ ঘণ্টা আগেহাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।
১২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগেচিত্রা পরিবহন লিমিটেড নামক একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও রুট পারমিট আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে