Ajker Patrika

ইসিকে সৎ উদ্দেশ্যে কাজ করতে হবে: জি এম কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২০: ৩২
ইসিকে সৎ উদ্দেশ্যে কাজ করতে হবে: জি এম কাদের 

ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের (ইসি) সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তে সংস্থাটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘উদ্দেশ্য ভালো না হলে কোনো কিছুই ভালো হবে না। ইসিকে সৎ উদ্দেশ্যে কাজ করতে হবে।’ 

আজ রোববার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে কার্যালয়ের মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সঙ্গে মতবিনিময় করেন জাপা চেয়ারম্যান। 

এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করে জি এম কাদের বলেন, ‘ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন। সরকার নিজের ওপর আস্থা হারিয়ে স্বাভাবিক নির্বাচন চায় না। সরকার ও তাদের কিছু মিত্র ছাড়া আর সকল দলই নির্বাচনে ইভিএম চায় না। কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ করেই ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।’ 

জি এম কাদের বলেন, ‘ইসি বলেছে, সব দল চাইলে ব্যালটে নির্বাচন হবে। আসলে বলা উচিত ছিল সবাই চাইলে ইভিএম এ নির্বাচন করা হবে।’ 

আগামী নির্বাচন হবে অস্তিত্বের লড়াই—এমন মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটি জায়গায় নেওয়া হয়েছে, সবাই প্রতিপক্ষকে শত্রু মনে করছে। সবাই মনে করছে পরাজিত হলে তাঁকে হত্যা করা হবে। যারা পরাজিত হবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত