নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন।
এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’
বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’
খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’
তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’
নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন।
এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’
বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’
খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’
তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’
নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।
প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি এবং নাবিলা সুলতানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়।
১১ ঘণ্টা আগেনেতা-কর্মীদের উদ্দেশে বাবর বলেন, ‘দলকে যাঁরা ভালোবাসেন, দলকে যাঁরা পছন্দ করেন, দলের আদর্শ যাঁরা ধারণ করেন, তাঁদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে।
১২ ঘণ্টা আগেগুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘গুমের শিকার হওয়া লোকদের সন্তানেরা বড় হয়েছে। কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিল, অভ্যুত্থানের পর গুম হওয়া ব্যক্তিদের খোঁজ পাব; কিন্তু এখনো কিছুই হয়নি।
১২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
১৩ ঘণ্টা আগে