নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে শুধু দেশের মধ্যে নয়, বরং বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার (২২ জুন) মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষের বৈঠক হয়।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে বিশেষ করে ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এ বিষয়ে বিএনপির মতামত জানতে চাওয়া হয়। এ বিষয়ে একটা সমাধান করা দরকার বলে বিএনপির পক্ষ থেকে মত দেওয়া হয়েছে।
নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয়, বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলেছি।’
আলোচিত লন্ডন বৈঠকের প্রশংসা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং ওই মিটিংয়ের ফলে যে দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তো একটা মোটামুটি জায়গায় এসেছে... এটা তো স্বস্তির ব্যাপার...সবাই জানে যে, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, সেটার একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের যারা পার্টনার আছে, তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে, বাংলাদেশ ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে। কারণ, তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে, তা গ্রহণ করতে, সেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়।’
ট্যারিফ বিষয়ে খসরু বলেন, ‘বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এই বিষয়ে সরকারের সঙ্গে কাজ করবে এবং সহযোগিতা করবে, যাতে ট্যারিফের বিষয়টার সুষ্ঠু সমাধান হয়।’
এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে কীভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমীর খসরু।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে শুধু দেশের মধ্যে নয়, বরং বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার (২২ জুন) মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষের বৈঠক হয়।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে বিশেষ করে ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এ বিষয়ে বিএনপির মতামত জানতে চাওয়া হয়। এ বিষয়ে একটা সমাধান করা দরকার বলে বিএনপির পক্ষ থেকে মত দেওয়া হয়েছে।
নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয়, বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলেছি।’
আলোচিত লন্ডন বৈঠকের প্রশংসা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং ওই মিটিংয়ের ফলে যে দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তো একটা মোটামুটি জায়গায় এসেছে... এটা তো স্বস্তির ব্যাপার...সবাই জানে যে, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি, সেটার একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের যারা পার্টনার আছে, তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে, বাংলাদেশ ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে। কারণ, তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে, তা গ্রহণ করতে, সেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়।’
ট্যারিফ বিষয়ে খসরু বলেন, ‘বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এই বিষয়ে সরকারের সঙ্গে কাজ করবে এবং সহযোগিতা করবে, যাতে ট্যারিফের বিষয়টার সুষ্ঠু সমাধান হয়।’
এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে কীভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমীর খসরু।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২০ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে