অনলাইন ডেস্ক
১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির শীর্ষস্থানীয় নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘এক শ্রেণির মানুষ বলছে-জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। খুঁজে দেখুন-এ কথাগুলো সেই গোষ্ঠীর কাছ থেকে আসছে, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এদের ভোট ২-৩ শতাংশের বেশি নয়। তাঁরা আগে ইসলামী বিপ্লবের কথা বলত, এখন তারা ভোটের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে। তবে সুস্থ নির্বাচন চায় না।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘তারা ব্যাংক, কোচিং সেন্টার এমনকি বিশ তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এখন তারা আরও সক্রিয় হয়ে উঠেছে। তাই গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘ছাত্রদের কাঁধে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের হেয় করবেন না। তাহলে দেশ টিকে থাকবে না।’
বিএনপির এ নেতা বলেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের সতর্ক থাকতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় যারা থাকে, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে, ক্ষমতা আঁকড়ে রাখা তাদের কাজ নয়।’
১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির শীর্ষস্থানীয় নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘এক শ্রেণির মানুষ বলছে-জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। খুঁজে দেখুন-এ কথাগুলো সেই গোষ্ঠীর কাছ থেকে আসছে, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এদের ভোট ২-৩ শতাংশের বেশি নয়। তাঁরা আগে ইসলামী বিপ্লবের কথা বলত, এখন তারা ভোটের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে। তবে সুস্থ নির্বাচন চায় না।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘তারা ব্যাংক, কোচিং সেন্টার এমনকি বিশ তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এখন তারা আরও সক্রিয় হয়ে উঠেছে। তাই গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘ছাত্রদের কাঁধে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের হেয় করবেন না। তাহলে দেশ টিকে থাকবে না।’
বিএনপির এ নেতা বলেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের সতর্ক থাকতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় যারা থাকে, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে, ক্ষমতা আঁকড়ে রাখা তাদের কাজ নয়।’
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২১ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১ দিন আগে