Ajker Patrika

জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান গণ অধিকার পরিষদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান গণ অধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। 

সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। 

এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ। 

রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না। 

এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। 

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই। 

রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’ 

অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত