Ajker Patrika

পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা করবেন না, বিএনপিকে পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৭: ৪৪
পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা করবেন না, বিএনপিকে পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে পদ্মা সেতু দিয়ে যাননি, বিমানে গিয়েছেন। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা করবেন না।’

আজ শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

ফখরুলকে উদ্দেশ্য করে পরশ আরও বলেন, ‘আপনার নেতা-কর্মীরা কি শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করা থেকে বিরত থেকেছে? তারা সেটা করেনি, পারেনি। আপনিও শেখ হাসিনার উন্নয়ন উপেক্ষা করতে পারবেন না।’

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের তিনটি নির্দেশনা দেন পরশ। তিনি বলেন, পারস্পরিক দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আগামী ১৪ মাস পর জাতীয় নির্বাচনের মাধ্যমে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল যেন বিরোধী দলেও না আসতে পারে, সেই জন্য দলীয় নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত