Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুম করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭: ৪৩
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুম করার অভিযোগ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অবিলম্বে তাঁকে জনসমক্ষে হাজির করার দাবি জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় মুসাব্বিরকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এখন পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।’ 

এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে ‍রিজভী বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে আরও হিংস্র রূপ ধারণ করেছে।’

রিজভী বলেন, ‘এটি সবার কাছে দৃশ্যমান যে, আজিজুর রহমান মুসাব্বিরকে তেজগাঁও থানা-পুলিশ গতকাল সন্ধ্যায় পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুসাব্বির পুলিশের কাছেই আছেন। তাঁকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতা-কর্মী ও তাঁর পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত