Ajker Patrika

‘সুশীল সমাজের একাংশ মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার চেষ্টা করছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০: ৫২
‘সুশীল সমাজের একাংশ মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার চেষ্টা করছে’

‘সুশীল সমাজের একাংশ মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার চেষ্টা করছে’— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন উপলক্ষে দলের মিডিয়া সেলের সদস্যসচিব মোহাম্মদ আলী আরাফাত।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের মিডিয়া সেলের অফিসে অয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, একদল রাজনীতিবিদ যারা ভোট বর্জনের রাজনীতি করছে, সুশীল সমাজের একাংশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুজববাজ অপপ্রচারকারীরা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার জন্য, ভিন্ন খাতে দেখানোর জন্য অপপ্রচারগুলো করার চেষ্টা করছে। 

আরাফাত বলেন, ‘প্রতিটি হামলার ক্ষেত্রে যখনই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যখনই কেউ ধরা পড়ছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, হয় সে স্বেচ্ছাসেবক দলের, হয় ছাত্রদল, নাহয় যুবদল, না হলে বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা বা কর্মী। তারা অনেকেই ধরা পড়ার পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিচ্ছে।’ 

ট্রেনে আগুনের বিষয়ে আরাফাত বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি-জামায়াতের নির্বাচন বিমুখ চিত্র কীভাবে প্রকাশ হয়ে পড়ে। গণতন্ত্রের ধারার বাইরে গিয়ে তারা আবারও ২০১৪-১৫-এর মতো পথ বেছে নিয়েছে। গতকাল শুক্রবার যশোর থেকে আসা বেনাপোল এক্সপ্রেসে নাশকতার যে আগুন জ্বলেছে—মা ও শিশুসন্তানসহ চার-চারটি তাজা প্রাণ ঝরে গেছে। আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন; যাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ 

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গতকাল ও আজকে বিএনপি-জামায়াত দেশের ২০টিরও বেশি ভোটকেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়েছে। রাজবাড়ীর একটি স্কুলে পাহারায় থাকা গ্রাম পুলিশের এক সদস্যকেও তারা হত্যা করেছে। রামুতে রাখাইন মন্দিরে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের লোকজন। ডেমরা ও কুমিল্লায় দুটি বাসে আগুন দিয়েছে তারা। ভোলাতে বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও হামলা করেছে। এই চিত্র শুধু গত দুই দিনের। নির্বাচনের বিরোধিতা ও সন্ত্রাসের ইতিহাস বিএনপির ডিএনএতেই আছে।’ 

আরাফাত বলেন, ‘পরিতাপের বিষয় হলো এই, নাশকতা তারা যে করছে এবং মানুষকে হত্যা করছে; কিন্তু তাদের সঙ্গে তাদেরই পার্টনার ইন ক্রাইম একদল মানুষ তারা এক্স, ফেসবুক ও টেলিভিশন টক শোতে এবং অনলাইন বিভিন্ন মাধ্যমে অসত্যভাবে অপপ্রচার করে সবগুলো দোষ সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। মানুষের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে আরাফাত বলেন, ‘পুলিশে তরফ থেকে কিছুদিন আগে ডিজি হেলথের কাছে লেখা হয়েছিল হসপিটালগুলো বিশেষভাবে সুরক্ষিত রাখার জন্য। বিএনপি যখনই কোনো কর্মসূচি দেয়, এর আগের দিন রাত্রিবেলা থেকেই শুরু হয়ে যায় নাশকতার এসব ঘটনা। পুলিশ সেকেন্ড লাইন অব ডিফেন্স হিসেবে মাথায় রাখে, যেখানে চোরাগোপ্তা হামলা যেহেতু করে—সেখানে আহতদের তাড়াতাড়ি যেন স্বাস্থ্যসেবাটা দেওয়া যায়। সেই চিঠিকে তারা সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে যে পুলিশ আগে থেকে কীভাবে জানল? আমরা তো বলি এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে হরতাল দিয়েছে বিএনপি রাত থেকেই শুরু অগ্নিসন্ত্রাস শুরু হয়ে যাবে।’ 

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘বিএনপি ভোট বর্জনের রাজনীতি করছে। তারা বলছে মানুষ যেন ভোট দিতে না যায়। এখন তারা ভোট বর্জন করছে, তাদের যদি সে আস্থা থাকে মানুষ ভোট দেবে না—তাদের তো লিফটের বিতরণ করার প্রয়োজন নাই। ভোটের দিনে তাদের তো হরতাল দেওয়ার প্রয়োজন নাই। মানুষ তো এমনিই ভোট বর্জন করবে, তাদের কথা অনুযায়ী। তার মানে তারা নিজেরাও বিশ্বাস করে না যে মানুষ ভোট বর্জন করবে। যেহেতু তারা এটা বিশ্বাস করে না, সে জন্য তারা প্রথমে লিফলেট বিতরণ করেছে। এরপর তারা হরতালের ডাক দিয়েছে। নতুন করে নাশকতা করার মাধ্যমে, মানুষকে পুড়িয়ে ফেলার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। হুমকি দিচ্ছে যেন মানুষ ভোট দিতে না আসে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোলাম রব্বানী চিনু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত