নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের নির্দেশে পুলিশ বিএনপির পদযাত্রায় গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, কিছু দলীয় পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে তাণ্ডবলীলা চালিয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে বগুড়া জেলা বিএনপির আহত নেতা–কর্মীদের হাসপাতালে দেখতে যান রিজভী। পরে জেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চেতনাধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি নেতা-কর্মীদের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় পৈশাচিকতা চালিয়েছে। সরকার প্রধানের বীভৎস রূপ জাতি আজ দেখেছে। যা নজিরবিহীন ঘটনা।’
রিজভী বলেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে লক্ষ্মীপুরে কৃষক দলের কর্মী সজিবকে হত্যা করেছে। এ সময় শতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সারা দেশে আহত হয়েছেন বিএনপির ২ হাজার নেতা-কর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক হাজারেরও বেশি।’
রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। যতই রক্ত ঝরানো হোক, সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে।’
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম হিটোসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারের নির্দেশে পুলিশ বিএনপির পদযাত্রায় গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, কিছু দলীয় পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে তাণ্ডবলীলা চালিয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে বগুড়া জেলা বিএনপির আহত নেতা–কর্মীদের হাসপাতালে দেখতে যান রিজভী। পরে জেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চেতনাধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি নেতা-কর্মীদের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় পৈশাচিকতা চালিয়েছে। সরকার প্রধানের বীভৎস রূপ জাতি আজ দেখেছে। যা নজিরবিহীন ঘটনা।’
রিজভী বলেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে লক্ষ্মীপুরে কৃষক দলের কর্মী সজিবকে হত্যা করেছে। এ সময় শতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সারা দেশে আহত হয়েছেন বিএনপির ২ হাজার নেতা-কর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক হাজারেরও বেশি।’
রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। যতই রক্ত ঝরানো হোক, সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে।’
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম হিটোসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সফরে চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
১১ ঘণ্টা আগেনির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে–আমরা নির্বাচনবিমুখ। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, এমনকি আগামীকালও হতে পারে।
১৩ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। আজ মঙ্গলবার সে নোটিশের জবাব দিয়েছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত চিঠিতে এ জবাব দেন ফজলুর রহমান।
১৩ ঘণ্টা আগেদলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। বিএনপির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পদ স্থগিতের বিষয়ে ফজলুর রহমানকে চিঠি দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে