Ajker Patrika

গুম হওয়াদের সন্ধান চেয়ে রাজপথে নামার আহ্বান মান্নার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুম হওয়াদের সন্ধান চেয়ে রাজপথে নামার আহ্বান মান্নার 

গুম হওয়াদের সন্ধানের দাবিতে সরকারকে বাধ্য করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে 'মায়ের ডাক' এর ব্যানারে এ সভার আয়োজন করা হয়। 

মান্না অভিযোগ করে বলেন, বন্দুকের নল দিয়ে যে সরকার ক্ষমতায় আছে, তাঁদের কাছে কান্নার দাম নেই। জনগণের কাছে তাঁদের জবাবদিহি নেই। এ অবস্থায় নিখোঁজদের সন্ধানের জন্য সরকারকে বাধ্য করার আহ্বান জানান মান্না। তিনি বলেন, 'কান্নাকে বারুদে পরিণত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজপথে যেতে হবে।' 

সরকারকে ইঙ্গিত করে মান্না বলেন, 'এই সরকার হৃদয়হীন। গুমের ঘটনা তাঁরা জানে। কিন্তু বলে না। যদি বলে, তবে তাঁরা (সরকার) থাকে না। মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য তাঁরা উড়াল ট্রেনের গল্প বলে।' 

বিষয়:

গুম
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত