Ajker Patrika

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২১: ০৭
ফিরোজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: বিএনপির মিডিয়া সেল
ফিরোজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান ইসহাক দার। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়ে বলেছেন, সাক্ষাৎকালে ইসহাক দারের সঙ্গে আলাপ করেন খালেদা জিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ শেষে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ইসহাক দার এসেছিলেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সঙ্গে আলাপকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন ইসহাক দার। দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। তবে সার্কের বিষয়ে কথা হয়েছে দুই নেতার। তাঁরা এ নিয়ে স্মৃতিচারণাও করেছেন। পটপরিবর্তনের পর বাংলাদেশ যে সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে আজ দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার।

এ সময় ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামি, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

সাক্ষাৎকালে ইসহাক দার জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন। শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াতের আমির পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত