নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যা এবং অব্যাহত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে সমাবেশ করেছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশ। সমাবেশ শেষে উভয় দলই বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক বলেন, সারা বিশ্ব যখন করোনার হাত থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করছে, তখন ইসরায়েল ফিলিস্তিনে বোমা হামলা করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি উপরাষ্ট্র। এই অঞ্চলে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করাই তার উদ্দেশ্য।'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী বলেন, কাবুলে যে বোমা হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ওই সৌদি জোট ইয়েমেনে যে বোমা হামলা চালাচ্ছে, আমরা তারও নিন্দা জানাই। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী জনতার ওপর যে হামলা করছে, তার নিন্দা আমরা জানাই। এসব হামলাকারীরা একজোট হয়ে পৃথিবীর মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন, হত্যা চালিয়ে যাচ্ছে।'
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, ৫৬ জন মারা গেছেন। ওআইসি, জাতিসংঘের পদক্ষেপ কী? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে দায় সেরেছেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রসঙ্গ তুলে সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধের পর আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলাম। কিন্তু বর্তমানে আর সেই নীতিতে আমরা নেই। দক্ষিণ এশিয়ায় আমেরিকা নানা ধরনের সামরিক জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। এসব চক্রান্তের সাথে যুক্ত হওয়া যাবে না। ঈদের কারণে আজ সংক্ষিপ্তভাবে সমাবেশ করেছি। কিন্তু ঈদের পরেও যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে, তবে যথাযথ পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে বড় আন্দোলনে নামতে বাধ্য হব।'
ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যা এবং অব্যাহত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে সমাবেশ করেছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশ। সমাবেশ শেষে উভয় দলই বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক বলেন, সারা বিশ্ব যখন করোনার হাত থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করছে, তখন ইসরায়েল ফিলিস্তিনে বোমা হামলা করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি উপরাষ্ট্র। এই অঞ্চলে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করাই তার উদ্দেশ্য।'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী বলেন, কাবুলে যে বোমা হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ওই সৌদি জোট ইয়েমেনে যে বোমা হামলা চালাচ্ছে, আমরা তারও নিন্দা জানাই। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী জনতার ওপর যে হামলা করছে, তার নিন্দা আমরা জানাই। এসব হামলাকারীরা একজোট হয়ে পৃথিবীর মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন, হত্যা চালিয়ে যাচ্ছে।'
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, ৫৬ জন মারা গেছেন। ওআইসি, জাতিসংঘের পদক্ষেপ কী? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে দায় সেরেছেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রসঙ্গ তুলে সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধের পর আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলাম। কিন্তু বর্তমানে আর সেই নীতিতে আমরা নেই। দক্ষিণ এশিয়ায় আমেরিকা নানা ধরনের সামরিক জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। এসব চক্রান্তের সাথে যুক্ত হওয়া যাবে না। ঈদের কারণে আজ সংক্ষিপ্তভাবে সমাবেশ করেছি। কিন্তু ঈদের পরেও যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে, তবে যথাযথ পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে বড় আন্দোলনে নামতে বাধ্য হব।'
ষাটের দশকের ছাত্রনেতা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এখনো জীবিত আছেন। তবে তাঁর অবস্থা ‘ক্রিটিক্যাল’ অর্থাৎ সংকটাপন্ন বলে জানিয়েছেন মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।
৪ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে, সেটা আমরা বলতে পারি না।’
৬ ঘণ্টা আগেভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে উপস্থাপন অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ও অপসংস্কৃতির প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের...
৬ ঘণ্টা আগেকোনো বাংলাদেশি শাসক দেশে মুসলমানদের ভালোর জন্য কাজ করেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ’৪৭ সালে ধর্মের ভিত্তিতে পূর্ব-পশ্চিম পাকিস্তান হয়েছিল। মুসলমানদের পাকিস্তান থেকে আলাদা হয়েছি ’৭১-এ।
৬ ঘণ্টা আগে