Ajker Patrika

ইসি বিলুপ্ত করে পুলিশের অধীনে নেওয়ার আইনের পরামর্শ হারুনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২২, ২০: ৩১
ইসি বিলুপ্ত করে পুলিশের অধীনে নেওয়ার আইনের পরামর্শ হারুনের

নির্বাচন কমিশনকে (ইসি) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর হাতে ন্যস্ত করতে সরকারকে আইন করার পরামর্শ দিয়েছেন বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ সোমবার জাতীয় সংসদে চলতি অর্থবছরের (২০২১-২২) জননিরাপত্তা বিভাগের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, ‘নির্বাচন কমিশন নামে যে প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে দেন। এটাকে পুলিশ বাহিনীর হাতে ন্যস্ত করে দেন। কী প্রয়োজন, খামাখা। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১, এই পর্যন্ত যত দিন থাকবেন, সেই পর্যন্ত নির্বাচন কমিশনের দরকার নেই। পুলিশের আইজিপিকে প্রধান করে দেন। তাদের অধীনে নির্বাচন দেন। দরকার নেই। আইন করে সংসদে। সেইভাবে নির্বাচন হবে।’ 

আইনকে সরকার নিজেদের করায়াত্ত রাখতে চায় সাবেক আইজিপি কে এম শহীদুল হকের এমন মন্তব্য তুলে ধরে বিএনপির আরেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘সাবেক হলেই বলে, কিন্তু বর্তমান থাকতে কেন বলে না? যেমন দেখলাম সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে, যিনি নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন।’

মোশারফ বলেন, ‘সাবেক থাকলে বলা যায়, বর্তমানে বলা যায় না। এই ফ্রুটিকাটা যদি আগেই খেত, আরও ভালো করেই বলতে পারত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত