নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদায়ী প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। একটি দেশের জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সেই জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয়, তাহলে রাষ্ট্র ও নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।’
হাসান ফয়েজ সিদ্দিকীর এই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এর অর্থ হলো—উনি (প্রধান বিচারপতি) স্বীকার করে নিলেন বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজকর্ম চালাচ্ছে। ওনার কথা থেকে তো তা-ই মনে হলো। এই বার্তা বিচার বিভাগের জন্য বার্তা, জনগণের প্রতি বার্তা, বিশ্ববাসীর প্রতি বার্তা। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের নামে অবিচার করবেন। আর চেয়ার থেকে নামার সময় কথা বলবেন। চেয়ার রক্ষার জন্য শেখ হাসিনা যা বলবেন, তা-ই করবেন—এটার নাম বিচার বিভাগ না।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনে জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি কোনো দিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি।’
বিদায়ী প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। একটি দেশের জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সেই জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয়, তাহলে রাষ্ট্র ও নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।’
হাসান ফয়েজ সিদ্দিকীর এই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এর অর্থ হলো—উনি (প্রধান বিচারপতি) স্বীকার করে নিলেন বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজকর্ম চালাচ্ছে। ওনার কথা থেকে তো তা-ই মনে হলো। এই বার্তা বিচার বিভাগের জন্য বার্তা, জনগণের প্রতি বার্তা, বিশ্ববাসীর প্রতি বার্তা। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের নামে অবিচার করবেন। আর চেয়ার থেকে নামার সময় কথা বলবেন। চেয়ার রক্ষার জন্য শেখ হাসিনা যা বলবেন, তা-ই করবেন—এটার নাম বিচার বিভাগ না।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনে জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি কোনো দিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি।’
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৭ মিনিট আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৪ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে