Ajker Patrika

খালেদা জিয়ার কেবিনে ফেরা স্বস্তির নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার কেবিনে ফেরা স্বস্তির নয়: মির্জা ফখরুল

ঢাকা: করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরের খবরটি স্বস্তির নয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়নি। তাঁকে নেওয়া হয়েছে বিশেষ কেবিনে। সেটাও একটা বিশেষ কারণেই।

আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৩ মে তাঁকে সিসিইউতে আনা হয়। করোনা পরবর্তি কিছু সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, 'সিসিইউতে তাঁর কোভিড পরবর্তি কতগুলি ইনফেকশন হয়েছিল। তাঁর রক্তে কিছুটা ইনফেকশন দেখা দিয়েছিল। ডাক্তারদের বিচক্ষণতায় সেই সংক্রমণটা দুর করা সম্ভব হয়েছে। যেহেতু এ ধরনের সংক্রমণের সম্ভাবনা আছে, আবারও হতে পারে। সেই কারণে তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।'

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ' তিনি (খালেদা জিয়া) একেবারেই সুস্থ হয়ে গেছেন, তা নয় কিন্তু। এখনো একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তাঁর হার্ট, কিডনি এবং লাংগস ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংগস এ এখন আর সেই ধরনের কোনো সংক্রমণ নেই। কিন্তু হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে।'

১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। প্রথম দিকে বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তবে আইনি বাধায় এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত