নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘ইসরায়েল গাজার হাসপাতালে হামলা করেছে। সেটির বিরুদ্ধে বিএনপি–জামায়াত কোনো কথা বলে নাই। বরং তার অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে। অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।’
আজ সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এর আগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে সংসদের কিছু সদস্য ফিলিস্তিন দূতাবাসে গিয়ে সংহতি জানানোর প্রস্তাব করেন।
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবাদের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আরব বিশ্বের রাষ্ট্রদূতেরা দেখা করেছিলেন। কারণ তাঁরা জানেন শেখ হাসিনা হচ্ছেন, মুসলিম বিশ্ব এবং বিশ্ব সংকটের সময় সমাধান দিতে পারেন। যারা মজদুর এবং জুলুমের শিকার হয় তাঁদের পাশে দাঁড়ান। এ জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেখানে তাঁদের পরামর্শ দিয়েছেন।’
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পৃথিবীর শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান (আমেরিকা) সেখানে গেলেন। গিয়ে নেতানিয়াহুর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) সঙ্গে কোলাকুলি করলেন এবং হামাসের নিন্দা করলেন। কিন্তু হাসপাতালে হামলা ও নারী–শিশু হত্যার নিন্দা তিনি করলেন না। ইসরায়েলি যে হাসপাতালে হামলা নিয়ে মিথ্যাচার করেছে তার সমর্থন করেছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় পশ্চিমা গণমাধ্যমের রেফারেন্স টানি। আমি দেখলাম বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস বলেছে তারা স্বতন্ত্র জরিপ করেছে, সেখানে তারা বুঝতে পেরেছে হাসপাতালে হামলা হামাস চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে তাদের গণমাধ্যমও একই কথা বলেছে।’
পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিল না করার নির্দেশনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তারা বারে বারে মুক্ত গণমাধ্যম, মুক্তমত প্রকাশের স্বাধীনতার কথা বলে। সেখানে ফ্রান্সের আইনমন্ত্রী একধাপ এগিয়ে বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা অপরাধ হিসাবে গণ্য হবে। অথচ তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে এবং মাঝে মধ্যে আমাদের মতো দেশগুলোতে মতপ্রকাশের জন্য পরামর্শ দেয়। এ ঘটনার পরে পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার তাদের নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘নেতানিয়াহু হিটলারের চেয়েও জঘন্য রূপ ধারণ করেছেন। সে মানবতার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের থামাতে হবে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘ইসরায়েল গাজার হাসপাতালে হামলা করেছে। সেটির বিরুদ্ধে বিএনপি–জামায়াত কোনো কথা বলে নাই। বরং তার অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে। অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।’
আজ সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এর আগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে সংসদের কিছু সদস্য ফিলিস্তিন দূতাবাসে গিয়ে সংহতি জানানোর প্রস্তাব করেন।
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবাদের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আরব বিশ্বের রাষ্ট্রদূতেরা দেখা করেছিলেন। কারণ তাঁরা জানেন শেখ হাসিনা হচ্ছেন, মুসলিম বিশ্ব এবং বিশ্ব সংকটের সময় সমাধান দিতে পারেন। যারা মজদুর এবং জুলুমের শিকার হয় তাঁদের পাশে দাঁড়ান। এ জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেখানে তাঁদের পরামর্শ দিয়েছেন।’
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পৃথিবীর শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান (আমেরিকা) সেখানে গেলেন। গিয়ে নেতানিয়াহুর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) সঙ্গে কোলাকুলি করলেন এবং হামাসের নিন্দা করলেন। কিন্তু হাসপাতালে হামলা ও নারী–শিশু হত্যার নিন্দা তিনি করলেন না। ইসরায়েলি যে হাসপাতালে হামলা নিয়ে মিথ্যাচার করেছে তার সমর্থন করেছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় পশ্চিমা গণমাধ্যমের রেফারেন্স টানি। আমি দেখলাম বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস বলেছে তারা স্বতন্ত্র জরিপ করেছে, সেখানে তারা বুঝতে পেরেছে হাসপাতালে হামলা হামাস চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে তাদের গণমাধ্যমও একই কথা বলেছে।’
পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিল না করার নির্দেশনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তারা বারে বারে মুক্ত গণমাধ্যম, মুক্তমত প্রকাশের স্বাধীনতার কথা বলে। সেখানে ফ্রান্সের আইনমন্ত্রী একধাপ এগিয়ে বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা অপরাধ হিসাবে গণ্য হবে। অথচ তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে এবং মাঝে মধ্যে আমাদের মতো দেশগুলোতে মতপ্রকাশের জন্য পরামর্শ দেয়। এ ঘটনার পরে পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার তাদের নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘নেতানিয়াহু হিটলারের চেয়েও জঘন্য রূপ ধারণ করেছেন। সে মানবতার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের থামাতে হবে।’
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৫ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগে