নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘ইসরায়েল গাজার হাসপাতালে হামলা করেছে। সেটির বিরুদ্ধে বিএনপি–জামায়াত কোনো কথা বলে নাই। বরং তার অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে। অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।’
আজ সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এর আগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে সংসদের কিছু সদস্য ফিলিস্তিন দূতাবাসে গিয়ে সংহতি জানানোর প্রস্তাব করেন।
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবাদের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আরব বিশ্বের রাষ্ট্রদূতেরা দেখা করেছিলেন। কারণ তাঁরা জানেন শেখ হাসিনা হচ্ছেন, মুসলিম বিশ্ব এবং বিশ্ব সংকটের সময় সমাধান দিতে পারেন। যারা মজদুর এবং জুলুমের শিকার হয় তাঁদের পাশে দাঁড়ান। এ জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেখানে তাঁদের পরামর্শ দিয়েছেন।’
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পৃথিবীর শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান (আমেরিকা) সেখানে গেলেন। গিয়ে নেতানিয়াহুর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) সঙ্গে কোলাকুলি করলেন এবং হামাসের নিন্দা করলেন। কিন্তু হাসপাতালে হামলা ও নারী–শিশু হত্যার নিন্দা তিনি করলেন না। ইসরায়েলি যে হাসপাতালে হামলা নিয়ে মিথ্যাচার করেছে তার সমর্থন করেছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় পশ্চিমা গণমাধ্যমের রেফারেন্স টানি। আমি দেখলাম বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস বলেছে তারা স্বতন্ত্র জরিপ করেছে, সেখানে তারা বুঝতে পেরেছে হাসপাতালে হামলা হামাস চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে তাদের গণমাধ্যমও একই কথা বলেছে।’
পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিল না করার নির্দেশনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তারা বারে বারে মুক্ত গণমাধ্যম, মুক্তমত প্রকাশের স্বাধীনতার কথা বলে। সেখানে ফ্রান্সের আইনমন্ত্রী একধাপ এগিয়ে বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা অপরাধ হিসাবে গণ্য হবে। অথচ তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে এবং মাঝে মধ্যে আমাদের মতো দেশগুলোতে মতপ্রকাশের জন্য পরামর্শ দেয়। এ ঘটনার পরে পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার তাদের নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘নেতানিয়াহু হিটলারের চেয়েও জঘন্য রূপ ধারণ করেছেন। সে মানবতার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের থামাতে হবে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘ইসরায়েল গাজার হাসপাতালে হামলা করেছে। সেটির বিরুদ্ধে বিএনপি–জামায়াত কোনো কথা বলে নাই। বরং তার অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে। অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।’
আজ সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এর আগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে সংসদের কিছু সদস্য ফিলিস্তিন দূতাবাসে গিয়ে সংহতি জানানোর প্রস্তাব করেন।
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবাদের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আরব বিশ্বের রাষ্ট্রদূতেরা দেখা করেছিলেন। কারণ তাঁরা জানেন শেখ হাসিনা হচ্ছেন, মুসলিম বিশ্ব এবং বিশ্ব সংকটের সময় সমাধান দিতে পারেন। যারা মজদুর এবং জুলুমের শিকার হয় তাঁদের পাশে দাঁড়ান। এ জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেখানে তাঁদের পরামর্শ দিয়েছেন।’
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পৃথিবীর শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান (আমেরিকা) সেখানে গেলেন। গিয়ে নেতানিয়াহুর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) সঙ্গে কোলাকুলি করলেন এবং হামাসের নিন্দা করলেন। কিন্তু হাসপাতালে হামলা ও নারী–শিশু হত্যার নিন্দা তিনি করলেন না। ইসরায়েলি যে হাসপাতালে হামলা নিয়ে মিথ্যাচার করেছে তার সমর্থন করেছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় পশ্চিমা গণমাধ্যমের রেফারেন্স টানি। আমি দেখলাম বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস বলেছে তারা স্বতন্ত্র জরিপ করেছে, সেখানে তারা বুঝতে পেরেছে হাসপাতালে হামলা হামাস চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে তাদের গণমাধ্যমও একই কথা বলেছে।’
পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিল না করার নির্দেশনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তারা বারে বারে মুক্ত গণমাধ্যম, মুক্তমত প্রকাশের স্বাধীনতার কথা বলে। সেখানে ফ্রান্সের আইনমন্ত্রী একধাপ এগিয়ে বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা অপরাধ হিসাবে গণ্য হবে। অথচ তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে এবং মাঝে মধ্যে আমাদের মতো দেশগুলোতে মতপ্রকাশের জন্য পরামর্শ দেয়। এ ঘটনার পরে পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার তাদের নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘নেতানিয়াহু হিটলারের চেয়েও জঘন্য রূপ ধারণ করেছেন। সে মানবতার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের থামাতে হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
৪ ঘণ্টা আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
৭ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
৮ ঘণ্টা আগে