অনলাইন ডেস্ক
ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুই আলোচিত মামলা—জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত মামলা থেকে আজ মুক্তি পেয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বাকি দুই আসামির সাজাও বাতিল করা হয়েছে।
এ ছাড়া আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহেরের আদালত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেন।
আরও খবর পড়ুন:
ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুই আলোচিত মামলা—জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত মামলা থেকে আজ মুক্তি পেয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বাকি দুই আসামির সাজাও বাতিল করা হয়েছে।
এ ছাড়া আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহেরের আদালত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেন।
আরও খবর পড়ুন:
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে