Ajker Patrika

তফসিল ঘোষণার প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৯: ৫৩
তফসিল ঘোষণার প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বিরোধী দল-মতকে উপেক্ষা করে একতরফা তফসিল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। তফসিল বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে এ ঘোষণা দেন তিনি। 

মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে কোনো প্রকার বোঝাপড়া বা সমঝোতা না করে একপেশে পাতানোর তফসিল দেশকে ভয়াবহ বিপর্যয়ে ফেলে দেবে। আগামী জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলকে সরকারদলীয় নীলনকশার তফসিল বলে মনে করছে দেশের জনগণ। 

মাদানি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আজ্ঞাবহ তফসিল দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। দলদাস কমিশন দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। জনগণের ভোটাধিকার হরণকারী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ষড়যন্ত্রমূলক নীলনকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসক দলকে জিতিয়ে আনার চক্রান্ত করছে। 

কমিশনকে এই তফসিল প্রত্যাহার করতে হবে জানিয়ে মাদানি বলেন, সব দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নতুন তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। 

সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশন তার সাংবিধানিক অধিকার পালনে ব্যর্থ। 

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকে হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত থাকবেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত