নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য মন্ত্রীদের দায়ী করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতৃবৃন্দ। মন্ত্রীদের লাগামহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত মানববন্ধনে জাসদ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কর্মসূচির বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাসদ নেতৃবৃন্দ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানায়। দলটির সাংগঠনিক সম্পাদক /// স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম সামান্যতম বাড়ানো হলেও জনগণের জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে যাবে। কুইক রেন্টালসহ বিদ্যুৎ খাতের শ্বেতহস্তী পোষা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বাজার নিয়ে মন্ত্রীদের লাগামহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটকে উৎসাহিত করে। বাজার নিয়ন্ত্রণে আনতে এসব সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে।
কর্মসূচি থেকে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জাসদ। ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবিতে আগামী বৃহস্পতিবার (২৬ মে) দেশব্যাপী মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। মানবন্ধন থেকে ঘোষিত এ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে জাসদ নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করেন। জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী প্রমুখ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য মন্ত্রীদের দায়ী করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতৃবৃন্দ। মন্ত্রীদের লাগামহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত মানববন্ধনে জাসদ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কর্মসূচির বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাসদ নেতৃবৃন্দ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানায়। দলটির সাংগঠনিক সম্পাদক /// স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম সামান্যতম বাড়ানো হলেও জনগণের জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে যাবে। কুইক রেন্টালসহ বিদ্যুৎ খাতের শ্বেতহস্তী পোষা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বাজার নিয়ে মন্ত্রীদের লাগামহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটকে উৎসাহিত করে। বাজার নিয়ন্ত্রণে আনতে এসব সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে।
কর্মসূচি থেকে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জাসদ। ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবিতে আগামী বৃহস্পতিবার (২৬ মে) দেশব্যাপী মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। মানবন্ধন থেকে ঘোষিত এ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে জাসদ নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করেন। জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী প্রমুখ।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে