নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার পাশাপাশি সরকার তাঁর প্রতিষ্ঠানও দখল করেছে। এভাবেই সরকার দখলদারির নজির সৃষ্টি করেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বিএনপির নেত্রী সেলিমা রহমান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজকে জনগণ দেখছে ওদের (সরকার) দখলদারি। কীভাবে একজন নোবেল বিজয়ীর প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। তাঁকে তো হেনস্তা করেছেই, এখন তাঁর প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দখল করেছে। ওদের দখলদারি সর্বব্যাপী, দখলদারিতে ওরা নজির সৃষ্টি করেছে।’
সমাবেশে ড. ইউনূস প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তাঁর (ড. ইউনূস) পক্ষে বিদেশে প্রায় ৩০০ গণ্যমান্য ব্যক্তি বিবৃতি দিলেন। তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে আমি আর আপনি কোথায় আছি বাংলাদেশে! আমি-আপনি কোথাও নাই।’
সমাবেশে বাজার পরিস্থিতি নিয়ে সেলিমা বলেন, ‘দ্রব্যমূল্য আকাশছোঁয়া। একজন সাধারণ মানুষ কীভাবে তাঁর পরিবারকে খাওয়াতে পারবে? সরকার প্রতিদিন বলছে, জিনিসপত্রের দাম কমে যাবে। আমি বলছি, ওরা কমাবে না। তাদের সিন্ডিকেট দাম কমাবে না এবং তারা সিন্ডিকেটকে কিছু বলবে না।’
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন।
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার পাশাপাশি সরকার তাঁর প্রতিষ্ঠানও দখল করেছে। এভাবেই সরকার দখলদারির নজির সৃষ্টি করেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বিএনপির নেত্রী সেলিমা রহমান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজকে জনগণ দেখছে ওদের (সরকার) দখলদারি। কীভাবে একজন নোবেল বিজয়ীর প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। তাঁকে তো হেনস্তা করেছেই, এখন তাঁর প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দখল করেছে। ওদের দখলদারি সর্বব্যাপী, দখলদারিতে ওরা নজির সৃষ্টি করেছে।’
সমাবেশে ড. ইউনূস প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তাঁর (ড. ইউনূস) পক্ষে বিদেশে প্রায় ৩০০ গণ্যমান্য ব্যক্তি বিবৃতি দিলেন। তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে আমি আর আপনি কোথায় আছি বাংলাদেশে! আমি-আপনি কোথাও নাই।’
সমাবেশে বাজার পরিস্থিতি নিয়ে সেলিমা বলেন, ‘দ্রব্যমূল্য আকাশছোঁয়া। একজন সাধারণ মানুষ কীভাবে তাঁর পরিবারকে খাওয়াতে পারবে? সরকার প্রতিদিন বলছে, জিনিসপত্রের দাম কমে যাবে। আমি বলছি, ওরা কমাবে না। তাদের সিন্ডিকেট দাম কমাবে না এবং তারা সিন্ডিকেটকে কিছু বলবে না।’
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন।
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
৪ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
৭ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১০ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১০ ঘণ্টা আগে