ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রদল কর্মী ইরফান শিকদার ঢাকা কলেজের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ওই ছাত্রদল কর্মী বলেন, ‘আমি টিএসসিতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এফ রহমান হলের সভাপতির নেতৃত্বে ওই হল ছাত্রলীগের কর্মীরা এসে আমার ওপর হামলা চালায়। আমি কারো নাম জানি না। তবে হামলাকারীরা সবাই এফ রহমান হলের ছাত্রলীগের কর্মী।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের ওই কর্মী টিএসসিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কিছু ছাত্রলীগের লোকজন এসে তাঁর ওপর হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও আজকের পত্রিকার হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী ইরফানকে মারধর করছেন। তাঁদের মধ্যে ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হাসান শান্ত, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাওসার আহমেদ, একই শিক্ষাবর্ষে ভাষা বিজ্ঞান বিভাগের ফারহান তানবীর নাসিফ, নৃবিজ্ঞান বিভাগের ওবায়দুর রহমানসহ আরও অনেকে। পরে তাঁরা টিএসসিতে শোডাউন করেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন এই ছাত্রলীগ নেতা। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ওইসব বিষয়ে কিছু জানি না।’
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রদলকে বাধা দেয় ছাত্রলীগ। পরে ছাত্রদলের একটি মিছিল হাইকোর্টের মাজার গেট পেরিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে গেলে বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের একটি গ্রুপ সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানেই তাঁদের ওপর চড়াও হয়।
এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘাতে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ।
এসব ঘটনায় পরে ছাত্রলীগ ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রদল কর্মী ইরফান শিকদার ঢাকা কলেজের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ওই ছাত্রদল কর্মী বলেন, ‘আমি টিএসসিতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এফ রহমান হলের সভাপতির নেতৃত্বে ওই হল ছাত্রলীগের কর্মীরা এসে আমার ওপর হামলা চালায়। আমি কারো নাম জানি না। তবে হামলাকারীরা সবাই এফ রহমান হলের ছাত্রলীগের কর্মী।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের ওই কর্মী টিএসসিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কিছু ছাত্রলীগের লোকজন এসে তাঁর ওপর হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও আজকের পত্রিকার হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী ইরফানকে মারধর করছেন। তাঁদের মধ্যে ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হাসান শান্ত, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাওসার আহমেদ, একই শিক্ষাবর্ষে ভাষা বিজ্ঞান বিভাগের ফারহান তানবীর নাসিফ, নৃবিজ্ঞান বিভাগের ওবায়দুর রহমানসহ আরও অনেকে। পরে তাঁরা টিএসসিতে শোডাউন করেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন এই ছাত্রলীগ নেতা। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ওইসব বিষয়ে কিছু জানি না।’
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রদলকে বাধা দেয় ছাত্রলীগ। পরে ছাত্রদলের একটি মিছিল হাইকোর্টের মাজার গেট পেরিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে গেলে বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের একটি গ্রুপ সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানেই তাঁদের ওপর চড়াও হয়।
এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘাতে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ।
এসব ঘটনায় পরে ছাত্রলীগ ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করেছে।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অংশ নেন।
৫ ঘণ্টা আগেসংস্কার, বিচারসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এর কড়া সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, এই সরকার শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে বলে মনে হচ্ছে।
৬ ঘণ্টা আগেবিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, তাঁরা বিএনপির প্রতিনিধিত্ব করেন না। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির
৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের নেতারা। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে আরও কয়েক দিন বিশ্রাম নিতে হবে।
৬ ঘণ্টা আগে