নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যুক্তরাষ্ট্র সফরে 'মিথ্যাচার' ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, সফর থেকে কোনো সমস্যারই সমাধান আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও কোনো সমাধান আনতে পারেননি শুধু নিজেদের স্বার্থে।
আজ রোববার চন্দ্রিমা উদ্যানে নবগঠিত কৃষক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলের ধারণা, রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায়। যে কারণে এই ইস্যুটাকে জিইয়ে রাখা হয়েছে।
ফখরুল বলেন, 'রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন, সরকার বলুন, তাঁরা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু এই ইস্যুতে কোনো দেশ সফর করেনি। এই সমস্যা সমাধানে তাঁরা কোনো পথ খুঁজে বের করতে পারেনি।'
যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন কী জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'অর্জন তাঁর একটাই। আরও মিথ্যাচার কীভাবে করা যায়।'
ফখরুলের অভিযোগ, দেশের সমস্যা নিয়ে কিছু না বললেও সফরকালের বক্তৃতায় মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অনেক নেতিবাচক কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করছি।'
যুক্তরাষ্ট্র সফরে 'মিথ্যাচার' ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, সফর থেকে কোনো সমস্যারই সমাধান আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও কোনো সমাধান আনতে পারেননি শুধু নিজেদের স্বার্থে।
আজ রোববার চন্দ্রিমা উদ্যানে নবগঠিত কৃষক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলের ধারণা, রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায়। যে কারণে এই ইস্যুটাকে জিইয়ে রাখা হয়েছে।
ফখরুল বলেন, 'রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন, সরকার বলুন, তাঁরা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু এই ইস্যুতে কোনো দেশ সফর করেনি। এই সমস্যা সমাধানে তাঁরা কোনো পথ খুঁজে বের করতে পারেনি।'
যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন কী জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'অর্জন তাঁর একটাই। আরও মিথ্যাচার কীভাবে করা যায়।'
ফখরুলের অভিযোগ, দেশের সমস্যা নিয়ে কিছু না বললেও সফরকালের বক্তৃতায় মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অনেক নেতিবাচক কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করছি।'
জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সফরে চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগেনির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে–আমরা নির্বাচনবিমুখ। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, এমনকি আগামীকালও হতে পারে।
৭ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। আজ মঙ্গলবার সে নোটিশের জবাব দিয়েছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত চিঠিতে এ জবাব দেন ফজলুর রহমান।
৮ ঘণ্টা আগেদলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। বিএনপির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পদ স্থগিতের বিষয়ে ফজলুর রহমানকে চিঠি দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে