নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান।
গণঅধিকার পরিষদের সভাপতিকে দেখার পর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় যে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গতকাল রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত করা হয়েছে, যার ফলে তিনি আজকে আইসিইউতে ভর্তি আছেন। আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিএনপির কথা বলতে পারি। আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। এ দেশে বাকশাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল।
‘পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ’৯০-এর আন্দোলনের নেতৃত্বে এ দেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল। সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধৈর্যের পরীক্ষা দিয়ে তিনি যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন বজায় রেখে ছাত্রজনতার সঙ্গে একত্র হয়ে স্বৈরাচারকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, সেখানে নুরের ভূমিকা ছিল সর্বাধিক।
‘আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, কেন তাঁকে আজ এই পরিণতিতে আসতে হলো! তিনি গণতন্ত্রের কথা বলেছেন। তিনি কীভাবে যুদ্ধ করে ডাকসুর ভিপি হয়েছিলেন তার প্রতিটি কার্যক্রম এ দেশের মানুষ জানে। তাঁর ওপর নির্যাতন কোনো মানুষ মেনে নিতে পারে না। বাংলাদেশে ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, তা ছিল গণতন্ত্র ফিরি আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল। ২০২৪ এর আগস্ট থেকে গণতন্ত্রের যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতিসত্বর সম্পন্ন করব; যাতে করে নুরের ওপরে যে হামলা, জুলুম, অত্যাচার হয়েছে, সেটার যেন আর কোনো দিন পুনরাবৃত্তি না ঘটে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করার একটি মাত্র পদ্ধতি, তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা, তার স্পষ্ট প্রতিফলন হতে হবে। বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা তাদের মতামত দেবে। এই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তারা এই দেশ পরিচালনা করবে।
‘বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন, দেশের মানুষ কখনো জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয়, বারবার যুদ্ধ করেছে। ’২৪ সালের আগে থেকেই ৬৩টি রাজনৈতিক দল রাজপথে ছিল। নুর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামীতে ঠিক একইভাবে এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, জোর করে কারও মুখ বন্ধ করতে পারবে না।’
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান।
গণঅধিকার পরিষদের সভাপতিকে দেখার পর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় যে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গতকাল রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত করা হয়েছে, যার ফলে তিনি আজকে আইসিইউতে ভর্তি আছেন। আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিএনপির কথা বলতে পারি। আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। এ দেশে বাকশাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল।
‘পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ’৯০-এর আন্দোলনের নেতৃত্বে এ দেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল। সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধৈর্যের পরীক্ষা দিয়ে তিনি যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন বজায় রেখে ছাত্রজনতার সঙ্গে একত্র হয়ে স্বৈরাচারকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, সেখানে নুরের ভূমিকা ছিল সর্বাধিক।
‘আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, কেন তাঁকে আজ এই পরিণতিতে আসতে হলো! তিনি গণতন্ত্রের কথা বলেছেন। তিনি কীভাবে যুদ্ধ করে ডাকসুর ভিপি হয়েছিলেন তার প্রতিটি কার্যক্রম এ দেশের মানুষ জানে। তাঁর ওপর নির্যাতন কোনো মানুষ মেনে নিতে পারে না। বাংলাদেশে ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, তা ছিল গণতন্ত্র ফিরি আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল। ২০২৪ এর আগস্ট থেকে গণতন্ত্রের যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতিসত্বর সম্পন্ন করব; যাতে করে নুরের ওপরে যে হামলা, জুলুম, অত্যাচার হয়েছে, সেটার যেন আর কোনো দিন পুনরাবৃত্তি না ঘটে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করার একটি মাত্র পদ্ধতি, তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা, তার স্পষ্ট প্রতিফলন হতে হবে। বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা তাদের মতামত দেবে। এই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তারা এই দেশ পরিচালনা করবে।
‘বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন, দেশের মানুষ কখনো জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয়, বারবার যুদ্ধ করেছে। ’২৪ সালের আগে থেকেই ৬৩টি রাজনৈতিক দল রাজপথে ছিল। নুর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামীতে ঠিক একইভাবে এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, জোর করে কারও মুখ বন্ধ করতে পারবে না।’
জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীরা আগুন দিয়েছে বলে দাবি করেছে দলটি। এতে কার্যালয়ের নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার কার্যালয়ে আগুন দিতে ব্যর্থ হয়ে আজ শনিবার সন্ধ্যায় তাঁরা সেটি করেছে বলেও দাবি দলটির।
২৬ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো হামলা, মামলা উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সামনে এসেছে।
২ ঘণ্টা আগেরাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, গতকাল শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আগের সরকারের অত্যাচারে
২ ঘণ্টা আগেজাতীয় পার্টি (একাংশ) মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, মব ভায়োলেন্স, অগ্নিসংযোগ, লুটপাট করে জাতীয় পার্টির অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ ব্যর্থ। জনগণ তাদেরকে আর দেখতে চায় না।
৩ ঘণ্টা আগে