Ajker Patrika

রমজানে গ্রেপ্তার বন্ধ করুন : হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৯: ১২
রমজানে গ্রেপ্তার বন্ধ করুন : হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম বলেছেন, ‘পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে মানুষ ইবাদত বন্দেগী করে কাটায়। এই মাসে আলেম-উলামাদের এভাবে হয়রানি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সরকারকে বলব, অনতিবিলম্বে এসব গ্রেফতার কার্যক্রম বন্ধ করুণ। মানুষকে ইবাদত বন্দেগীর সুযোগ দিন, এভাবে হয়রানি করবেন না।’

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নুরুল ইসলাম বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় একের পর এক হেফাজতের নেতাকর্মীকে গ্রেফতার করছে সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার ইফতারের আগ মুহূর্তে হেফাজতের সহকারী মহাসচিব সাখাওয়াত হুসাইন রাজীকে ডিবি পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রাত আনুমানিক ১০টার দিকে হেফাজতের আরেক সহকারী মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুরল ইসলাম আফেন্দীকে তার ধানমণ্ডি বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।

হেফাজত মহাসচিব তাদের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘তারা দুজনই দেশের শীর্ষ আলেমে দ্বীন। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব হিসেবে দেশবাসীর কাছে সমাদৃত। এমন আলেমদেরকে এভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার আবেগ অনুভূতিতে আঘাত করার শামিল।’

এর আগে গ্রেপ্তার হওয়া হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশিরউল্লাহ, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদী, সহকারী প্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহসহ নেতাকর্মীদেরও নিঃশর্ত মুক্তির দাবি জানান নুরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত