Ajker Patrika

একই সঙ্গে বিধিনিষেধ ও নির্বাচন অনুষ্ঠান সাংঘর্ষিক: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একই সঙ্গে বিধিনিষেধ ও নির্বাচন অনুষ্ঠান সাংঘর্ষিক: গয়েশ্বর

করোনা মোকাবিলায় বিধিনিষেধ জারি করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে ‘সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিধিনিষেধ তবে কি বিএনপির আন্দোলনকে বন্ধ করার উদ্দেশ্যেই—সরকারের কাছে এমন প্রশ্নও রেখেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে গয়েশ্বর এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নারায়ণগঞ্জে সিটি (করপোরেশন) নির্বাচন চলছে। ইউপি নির্বাচনেও মারামারি কাটাকাটি যা হওয়ার, হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন জারি করার পরও এ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম বন্ধ করে নাই। তাহলে সরকারের প্রজ্ঞাপন জারির পর নির্বাচন করা কি প্রযোজ্য? নির্বাচন কমিশনের কাছে সরকারও কোনো অনুরোধ করে নাই।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য অনেকেই রাজপথে নেমেছেন। ঠিক সেই মুহূর্তে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সবকিছুই চলছে, দোকানপাট ব্যবসা-বাণিজ্য—সব চলবে। শুধু চলবে না রাজনৈতিক সমাবেশ। রাজনৈতিক সমাবেশ করে কারা, বিএনপি। সুতরাং এটা প্রজ্ঞাপন জারি না। প্রজ্ঞাপন শুধু বিএনপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য কি-না—এ প্রশ্নের উত্তর আর কিছুদিন পরে বোঝা যাবে।’ 

গয়েশ্বর বলেন, ‘এই সরকার করোনা নিয়ে অনেক ছলনা করেছে। যখন করোনা বাড়ে, তখন কম দেখায়। যখন কমে, তখন বাড়িয়ে দেখায়। মানুষও বিশ্বাস করে সরকার করোনা নিয়ে রাজনীতি করছে। শুধু তাই নয়। এই করোনা নিয়েও সরকার দুর্নীতি করেছে। রোগীদের সঙ্গে ছলনা করেছে।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত