নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’
‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’
‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।
প্রস্তাবে পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা, ছাত্র সংসদ, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা, মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়ে মোট ৩০ দফা দাবি তুলে ধরা হয়।
১৩ ঘণ্টা আগেশামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময়, রাজনৈতিক টালমাটাল সময় পার করছে বাংলাদেশ। আশা করি, এর মধ্যেই কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে।’
১৪ ঘণ্টা আগেবিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় রাশেদ এ মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট)। দিনটিতে রাজধানীসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
১৭ ঘণ্টা আগে