Ajker Patrika

বিএনপিকে কাছে ডেকেছি, তারা শত্রুর আচরণ করেছে: কাদের

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২১: ১৫
বিএনপিকে কাছে ডেকেছি, তারা শত্রুর আচরণ করেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে আর কোনো কম্প্রোমাইজ (সমঝোতা) নয়। তাদের অনেক ছাড় দিয়েছি, আর নয়। তাদের বন্ধু ভেবে কাছে ডেকেছি, তারা আমাদের সঙ্গে শত্রুর আচরণ করে। এখন থেকে আমরাও শত্রু ভাবব।’ 

বিএনপির উদ্দেশে তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার এখন মরে আজিমপুর কবরস্থানে আছে।’ 

আজ শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠক করার খবর প্রকাশ হলে তা অস্বীকার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ও বিএনপি মিথ্যাবাদীর দল। ফখরুল পিটার হাসের সঙ্গে বৈঠক করে গণমাধ্যমে বলেন, কোনো কথা হয়নি।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিল প্রমুখ। 

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত