Ajker Patrika

ইসিতে শোকজের জবাব দিতে এসে সাংবাদিকদের এড়িয়ে গেলেন আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮: ১২
ইসিতে শোকজের জবাব দিতে এসে সাংবাদিকদের এড়িয়ে গেলেন আমু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু নির্বাচন কমিশনে (ইসি) শোকজের জবাব দিতে এসেছিলেন। শোকজের ব্যাখ্যার বিষয়ে সাংবাদিকেরা কথা বলতে চাইলে তিনি ‘নো কমেন্টস’ বলে চলে যান। 

৯ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে আমুকে নোটিশ দেয় ইসি। এতে ১৫ ডিসেম্বর বেলা ৩টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

সেই আলোকে আজ শুক্রবার বেলা ৩টায় নির্বাচন ভবনে আসেন তিনি। নির্বাচন ভবনে আধা ঘণ্টার মতো অবস্থান করে বেরিয়ে যান। 

গণমাধ্যম এড়াতে তিনি গাড়ি নিয়ে সরাসরি নির্বাচন ভবনের বেসমেন্টে চলে যান। সেখান থেকে লিফটের ৩-এ সিইসির মিটিং রুমে যান। পরে সেখান থেকে একইভাবে বের হয়ে যান। 

সাংবাদিকেরা কী কারণ দর্শালেন জানতে চাইলে এই নেতা বলেন, ‘নো কমেন্টস।’ 

আওয়ামী লীগের এই নেতাকে দেওয়া কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসার মানা করা সত্ত্বেও জনসভা করায় ও ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এ জন্য তাঁর প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা সশরীরে উপস্থিত দেওয়ার জন্য বলে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত