নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কালোটাকা সাদা করার সুযোগকে টোপ দিয়ে মাছ ধরার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো দেখলাম যে, মাছের টোপ দিয়ে আপনারা কাদের ধরেন। রাঘববোয়ালদের আরও লুটে খাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে এই সমস্ত কথা বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কত দিন প্রতারিত করবেন?’
দেশের দুর্দশার চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশ ভয়ংকর একটা সংকটের মধ্যে পড়েছে। যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে আমরা এমন একটা শাসকগোষ্ঠীর জাঁতাকলে পড়েছি, যারা এখানকার মানুষের জন্য উন্নয়ন করা দূরে থাক, মানুষকে তারা শোষণ করছে, নিপীড়ন করছে। প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি। কারণ আমরা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াই এখন একমাত্র উপায়। আমাদের অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকার ও কথা বলার অধিকার নিশ্চিত করা।’
ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটাই আবেদন, আজকে দল-মতনির্বিশেষে ছোটখাটো ভুল-ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসঙ্গে হই। একাত্তরের চেতনা ধারণ করে একজোট হয়ে আবার লড়াই শুরু করি, যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদের পরাজিত করতে সক্ষম হব।’
কালোটাকা সাদা করার সুযোগকে টোপ দিয়ে মাছ ধরার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো দেখলাম যে, মাছের টোপ দিয়ে আপনারা কাদের ধরেন। রাঘববোয়ালদের আরও লুটে খাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে এই সমস্ত কথা বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কত দিন প্রতারিত করবেন?’
দেশের দুর্দশার চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশ ভয়ংকর একটা সংকটের মধ্যে পড়েছে। যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে আমরা এমন একটা শাসকগোষ্ঠীর জাঁতাকলে পড়েছি, যারা এখানকার মানুষের জন্য উন্নয়ন করা দূরে থাক, মানুষকে তারা শোষণ করছে, নিপীড়ন করছে। প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি। কারণ আমরা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াই এখন একমাত্র উপায়। আমাদের অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকার ও কথা বলার অধিকার নিশ্চিত করা।’
ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটাই আবেদন, আজকে দল-মতনির্বিশেষে ছোটখাটো ভুল-ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসঙ্গে হই। একাত্তরের চেতনা ধারণ করে একজোট হয়ে আবার লড়াই শুরু করি, যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদের পরাজিত করতে সক্ষম হব।’
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল শনিবার পৃথক বৈঠকে জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে নিজেদের মত তুলে ধরেছে। তাদের দাবি, ভোটের দিন গণভোট হলে জুলাই সনদের বিষয়ে মানুষের আগ্রহ কমে যাবে।
১৯ মিনিট আগেজাতীয় পার্টির কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ পুলিশের হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ ও রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, ‘পুলিশের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া এবং আমাদের অনেক নেতা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
৪ ঘণ্টা আগেমির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আগেও অনেক চেষ্টা হয়েছে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর ৪ মাস পর একটা নির্বাচন হবে।
৮ ঘণ্টা আগেআমীর খসরু বলেন, বাংলাদেশে সংবিধানের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সংবিধানের ভিত্তিতেই সেই সরকার চলছে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং পরবর্তীকালে পরিবর্তন করতে হলে বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক ব্যবস্থায় আগে আসতে হবে। আগে একটি নির্বাচিত সরকার, নির্বাচিত
১০ ঘণ্টা আগে