নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এটা জয়-পরাজয়ের বিষয় নয়। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটি সন্তোষজনক অবস্থানে আছি। আমি মনে করি, সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক।’
রাজধানীর গুলশানে আজ শুক্রবার দুপুরে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, নতুন হারের এই সংশোধন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কাঠামোর একটি বৃহত্তর পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসেছে, যা দেশটির অনেক বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য বলে মনে হচ্ছে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার জন্য হার কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে (আগে ছিল ৩০ শতাংশ), পাকিস্তানের হার কমে হয়েছে ১৯ শতাংশ (আগে ছিল ২৯ শতাংশ)। বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী, যেমন ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে শুল্কহার বর্তমানে যথাক্রমে ২০ শতাংশ ও ২৫ শতাংশ।
বাংলাদেশি পণ্যের ওপর সম্প্রতি মার্কিন প্রশাসন অতিরিক্ত পাল্টা শুল্ক নির্ধারণ করায় অনিশ্চয়তার মধ্যে ছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা তাঁদের স্বস্তি দিয়েছে কি না, এ প্রশ্ন করা হয় আমীর খসরুর কাছে।
জবাবে তিনি বলেন, ‘আমি তো বলেছি, ২০ শতাংশ শুল্ক নির্ধারণ আপাতত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাজার বাধাগ্রস্ত করবে না। সুতরাং এই মুহূর্তে এটি সন্তোষজনক সিদ্ধান্ত। তবে এটার সঙ্গে জড়িত বিষয়গুলো আমাদের জানা নেই। সেগুলো আমরা যখন জানব, তখন মন্তব্য করতে পারব।’
মার্কিন কোম্পানি বোয়িং থেকে সম্প্রতি ২৫টি উড়োজাহাজ কেনার একটা কথা বলেন বাণিজ্যসচিব। এর সঙ্গে ট্রাম্পের পাল্টা শুল্কহার কমানোর কোনো যোগাযোগ রয়েছে কি না, তা জানতে চাওয়া হলে আমীর খসরু বলেন, ‘কিছু তো করতেই হবে। কারণ, আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে তাদের পণ্য রপ্তানির স্বার্থে। সে জন্য এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে।
‘কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু এবজরভ করতে পারবে, আমাদের অর্থনীতি কতটুকু এবজরভ করতে পারবে, আমাদের ব্যবসায়ীরা কতটুকু এবজরভ করতে পারবেন, আমাদের ইকোনমি কতটুকু এবজরভ করতে পারবে—সেই বিষয়গুলো আলোচনার বিষয়। আমরা বিস্তারিত জানলে সেটার ওপর মন্তব্য করতে পারব।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এটা শুধু শুল্কের বিষয় নয়। এর পেছনে আরও যে বিষয়গুলো জড়িত রয়েছে, সেগুলো সম্মিলিতভাবে আমাদের বিবেচনায় আনতে হবে। সেই বিবেচনা গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য। তবে আমাদের রপ্তানিকারকেরা আপাতত স্বস্তি পেয়েছেন বলে আমি মনে করি।’
এ সময় বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্কহার কমানো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে হওয়া আলোচনার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এটা জয়-পরাজয়ের বিষয় নয়। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটি সন্তোষজনক অবস্থানে আছি। আমি মনে করি, সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক।’
রাজধানীর গুলশানে আজ শুক্রবার দুপুরে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, নতুন হারের এই সংশোধন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কাঠামোর একটি বৃহত্তর পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসেছে, যা দেশটির অনেক বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য বলে মনে হচ্ছে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার জন্য হার কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে (আগে ছিল ৩০ শতাংশ), পাকিস্তানের হার কমে হয়েছে ১৯ শতাংশ (আগে ছিল ২৯ শতাংশ)। বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী, যেমন ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে শুল্কহার বর্তমানে যথাক্রমে ২০ শতাংশ ও ২৫ শতাংশ।
বাংলাদেশি পণ্যের ওপর সম্প্রতি মার্কিন প্রশাসন অতিরিক্ত পাল্টা শুল্ক নির্ধারণ করায় অনিশ্চয়তার মধ্যে ছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা তাঁদের স্বস্তি দিয়েছে কি না, এ প্রশ্ন করা হয় আমীর খসরুর কাছে।
জবাবে তিনি বলেন, ‘আমি তো বলেছি, ২০ শতাংশ শুল্ক নির্ধারণ আপাতত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাজার বাধাগ্রস্ত করবে না। সুতরাং এই মুহূর্তে এটি সন্তোষজনক সিদ্ধান্ত। তবে এটার সঙ্গে জড়িত বিষয়গুলো আমাদের জানা নেই। সেগুলো আমরা যখন জানব, তখন মন্তব্য করতে পারব।’
মার্কিন কোম্পানি বোয়িং থেকে সম্প্রতি ২৫টি উড়োজাহাজ কেনার একটা কথা বলেন বাণিজ্যসচিব। এর সঙ্গে ট্রাম্পের পাল্টা শুল্কহার কমানোর কোনো যোগাযোগ রয়েছে কি না, তা জানতে চাওয়া হলে আমীর খসরু বলেন, ‘কিছু তো করতেই হবে। কারণ, আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে তাদের পণ্য রপ্তানির স্বার্থে। সে জন্য এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে।
‘কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু এবজরভ করতে পারবে, আমাদের অর্থনীতি কতটুকু এবজরভ করতে পারবে, আমাদের ব্যবসায়ীরা কতটুকু এবজরভ করতে পারবেন, আমাদের ইকোনমি কতটুকু এবজরভ করতে পারবে—সেই বিষয়গুলো আলোচনার বিষয়। আমরা বিস্তারিত জানলে সেটার ওপর মন্তব্য করতে পারব।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এটা শুধু শুল্কের বিষয় নয়। এর পেছনে আরও যে বিষয়গুলো জড়িত রয়েছে, সেগুলো সম্মিলিতভাবে আমাদের বিবেচনায় আনতে হবে। সেই বিবেচনা গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য। তবে আমাদের রপ্তানিকারকেরা আপাতত স্বস্তি পেয়েছেন বলে আমি মনে করি।’
এ সময় বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্কহার কমানো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে হওয়া আলোচনার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে।
২ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
৯ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন
৯ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
১৯ ঘণ্টা আগে