Ajker Patrika

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে হানিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪: ৩১
অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে হানিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী ‘নারকীয় তাণ্ডব’ বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যার পরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে এমন স্ট্যাটাস দেওয়া হয়। 

পোস্টে লেখা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট। ছবি: স্ক্রিনশটগত সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনসহ বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয়। সেই সঙ্গে চলে লুটপাট। 

শুধু দলীয় কার্যালয় নয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

সোমবার (৫ আগস্ট) থেকেই আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে আছেন। চার দিন পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হলো। তবে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত