Ajker Patrika

বিএনপি নেতাদের সঙ্গে পিটার হাসের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৯: ৫৭
বিএনপি নেতাদের সঙ্গে পিটার হাসের নৈশভোজ

বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় গুলশানে বিএনপিপন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান তিনি। বিএনপির একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।

নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড।

বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলালসহ অর্ধশতাধিক নেতা।

এ ছাড়া নৈশভোজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও উপস্থিত ছিলেন বলে বিএনপির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত