Ajker Patrika

কৃষিজমি না থাকলেওএ খাতে আয় হয় অপুর

শরীয়তপুর প্রতিনিধি
কৃষিজমি না থাকলেওএ খাতে আয় হয় অপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এম এ পাস। পেশায় কৃষক। তবে তাঁর নিজস্ব কোনো কৃষিজমি নেই, নেই কোনো গাড়ি ও বাড়ি। পাঁচ বছর আগে অকৃষি পাঁচ কাঠা জমি থাকলেও এখন তাও নেই। এ ছাড়া নগদ টাকা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, বন্ড, ঋণপত্র, শেয়ারে বিনিয়োগ, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে স্থায়ী আমানতসহ স্থাবর সম্পদের পরিমাণ কমেছে তাঁর।

পাঁচ বছর আগে অপুর স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাখ টাকা জমা থাকলেও এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা জমা নেই। তবে অপু ও তাঁর স্ত্রীর নগদ টাকা কিছুটা বেড়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, বর্তমানে অপুর বাৎসরিক আয় ৫২ লাখ ২ হাজার ৩৩৪ টাকা। এর মধ্যে কৃষি খাতে ২৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকা, চাকরি (সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পারিতোষিক) থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাতের ১৬ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। পাঁচ বছর আগে তাঁর আয় ছিল ২২ লাখ ৯৫ হাজার ৫৯৩ টাকা। তখন শুধু কৃষি খাত থেকে ১৯ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ৩ লাখ ১৯ হাজার ৭৯৩ টাকা আয় করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত