শরীয়তপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এম এ পাস। পেশায় কৃষক। তবে তাঁর নিজস্ব কোনো কৃষিজমি নেই, নেই কোনো গাড়ি ও বাড়ি। পাঁচ বছর আগে অকৃষি পাঁচ কাঠা জমি থাকলেও এখন তাও নেই। এ ছাড়া নগদ টাকা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, বন্ড, ঋণপত্র, শেয়ারে বিনিয়োগ, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে স্থায়ী আমানতসহ স্থাবর সম্পদের পরিমাণ কমেছে তাঁর।
পাঁচ বছর আগে অপুর স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাখ টাকা জমা থাকলেও এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা জমা নেই। তবে অপু ও তাঁর স্ত্রীর নগদ টাকা কিছুটা বেড়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, বর্তমানে অপুর বাৎসরিক আয় ৫২ লাখ ২ হাজার ৩৩৪ টাকা। এর মধ্যে কৃষি খাতে ২৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকা, চাকরি (সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পারিতোষিক) থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাতের ১৬ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। পাঁচ বছর আগে তাঁর আয় ছিল ২২ লাখ ৯৫ হাজার ৫৯৩ টাকা। তখন শুধু কৃষি খাত থেকে ১৯ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ৩ লাখ ১৯ হাজার ৭৯৩ টাকা আয় করতেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এম এ পাস। পেশায় কৃষক। তবে তাঁর নিজস্ব কোনো কৃষিজমি নেই, নেই কোনো গাড়ি ও বাড়ি। পাঁচ বছর আগে অকৃষি পাঁচ কাঠা জমি থাকলেও এখন তাও নেই। এ ছাড়া নগদ টাকা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, বন্ড, ঋণপত্র, শেয়ারে বিনিয়োগ, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে স্থায়ী আমানতসহ স্থাবর সম্পদের পরিমাণ কমেছে তাঁর।
পাঁচ বছর আগে অপুর স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাখ টাকা জমা থাকলেও এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা জমা নেই। তবে অপু ও তাঁর স্ত্রীর নগদ টাকা কিছুটা বেড়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, বর্তমানে অপুর বাৎসরিক আয় ৫২ লাখ ২ হাজার ৩৩৪ টাকা। এর মধ্যে কৃষি খাতে ২৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকা, চাকরি (সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পারিতোষিক) থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাতের ১৬ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। পাঁচ বছর আগে তাঁর আয় ছিল ২২ লাখ ৯৫ হাজার ৫৯৩ টাকা। তখন শুধু কৃষি খাত থেকে ১৯ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ৩ লাখ ১৯ হাজার ৭৯৩ টাকা আয় করতেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৫ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৮ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৯ ঘণ্টা আগে