Ajker Patrika

ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল 

জনগণের ঐক্য সৃষ্টি করে ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে রাজধানীর মতিঝিলের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, সরকার নির্যাতন, নিপীড়ন করে দেশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিজেরাই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিভিন্ন স্থানে হামলা করেছে। আবার নিজেরাই মামলা দিয়ে গ্রেপ্তার করছে। জনগণের ঐক্য সৃষ্টি করে এই ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। 

মুক্তিযুদ্ধের সময় গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন মানুষের মধ্যে ছিল আওয়ামী লীগ তা খানখান করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, 'রক্ষীবাহিনীর কথা ভুলে যাইনি। প্রায় ৩০ হাজার ছাত্র, কৃষক, শ্রমিককে তখন আওয়ামী লীগ হত্যা করেছিল। বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা এবং সংবিধান সংশোধন করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আজ ৫০ বছর পরেও আবার একই অবস্থা।' 

খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত। যেভাবে চলছে এভাবে চলতে পারে না। অন্তত দুবছরের জন্য জাতীয় সরকার দরকার। যারা সবকিছু দেখে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করে সুষ্ঠু ভোট সম্পন্ন করবেন। জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব না।' 

আওয়ামী লীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, 'ওরা লুটেরা, ভোট চোর, পাপিয়াদের দিয়ে ব্যবসা করে, যারা এসবের বিরুদ্ধে কথা বলে তাদের জেলে ভরে ৷ যা খুশি তাই করছে। আজ হোক কাল হোক এরা যাবেই।' 

নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, 'মুক্তিযোদ্ধারা অর্ধেক স্বাধীনতা দিয়েছেন, তাঁদের নেতৃত্বেই পূর্ণ স্বাধীনতা আসবে। আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো সাহস নেই। দেশের কোন বাহিনীও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।' 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, 'শেখ মুজিবকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তিনি দলীয় সরকার করেছিলেন। এতেও রক্ষা হয়নি, দলীয় সরকার কাউকে রক্ষা করতে পারে না।' 

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি মো. সিরাজ মিয়া ও কার্যকরী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত